EXCLUSIVE NEWS

মধ্যযুগীয় পোষাক ফতোয়া নিয়ে ব্যানার, পাশেই প্রতিবাদী পোস্টার কাড়ছে নজর

 

বেশ কিছুদিন ধরেই শ্যামবাজার মোড়ের কাছে নারী-পোশাক নিয়ে একটি ব্যানার শোভা পাচ্ছে। ব্যানারের বক্তব্য, “নারীদেহ প্রদর্শনকারী উত্তেজক পোশাকের উৎপাদন এবং বিপণন বন্ধ করতে হবে।” বক্তব্যের নিচে নীল রঙে লেখা ‘বাঙালি মহিলা সমাজ’। স্বভাবতই সংস্কৃতির মক্কা কলকাতা এই ধরনের মধ্যযুগীয় বক্তব্য মেনে নিল না। যার ফলস্বরূপ গত রবিবার কিছু ছেলেমেয়ে এই নারীবিদ্বেষী ব্যানারের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ শুরু করেন।

 

প্রতিবাদী নাগরিকদের তরফে ঋক্‌ ধর্মপাল বন্দ্যোপাধ্যায় জানান, তাঁরা চেষ্টা করেছিলেন সেই ব্যানারের ওপর স্প্রে পেইন্ট করে “ছিঃ” লিখতে। যদিও স্থানীয় দোকানদারদের বাধায় তাঁরা পিছিয়ে আসতে বাধ্য হন। ঋকের কথায়, “আমরা খুব কম সময়ের মধ্যে আরেকটি প্রতিবাদী পোস্টার বানাই। তাতে লেখা হয়, “পোষাক ধর্ষণের কারণ নয়।” একই সঙ্গে ঘৃণ্য পোস্টারটিকে নির্দেশ করে প্রতিবাদী পোস্টারে লেখা হয় ‘মধ্যযুগীয় হাম্বা’। তবে বিষয়টি এখানেই থেমে নেই। ইতিমধ্যেই ঋক্‌ এবং তার বন্ধুরা শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, নারীবিদ্বেষী ব্যানারটি না খোলা পর্যন্ত তাদের এই প্রতিবাদ জারি থাকবে।

Promotion