EXCLUSIVE NEWS

বিদ্যাসাগর উৎসবের মাধ্যমে বর্ণপরিচয়ের কারিগরকে সম্মান জানালো শ্রীরামপুর

 

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধা জানালো শ্রীরামপুর। গত ৩০ নভেম্বর শ্রীরামপুর টাউন হলে হয়ে গেল ‘বিদ্যাসাগর উৎসব’। আয়োজক ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী তথা সঞ্চালক অমিতাভ ব্যানার্জী এবং বিশিষ্ট গায়িকা মৌমিতা ব্যানার্জী। দর্শক উপচে পড়া টাউন হল এদিন হয়ে ওঠে এক সাংস্কৃতিক মিলনমেলা। শহরের ও জেলার নামী প্রায় সমস্ত সাংস্কৃতিক সংগঠনের শিক্ষার্থীদের সঙ্গীত, কবিতা পরিবেশনায় সম্পন্ন হয় অনুষ্ঠান। পাশাপাশি ছিল বিদ্যাসাগরের কর্মকান্ড নিয়ে আলোচনা, বিশিষ্ট কবিদের স্বরচিত কবিতা পাঠ ও গুণীজনদের সম্বর্ধনা জ্ঞাপন।


 

বিশিষ্ট শিল্পী কল্যাণ সেন বরাটের কাছে শিক্ষণপ্রাপ্ত ‘স্বজন বন্ধু’র ছাত্র ছাত্রীরা ছাড়াও সঙ্গীত-আবৃত্তিতে অংশ নেন শিল্পী মিনু চ্যাটার্জীর ‘সুর লহরী’, শিল্পী ইন্দ্রাণী গোস্বামীর ‘অনুরাগ’, শিল্পী তাপস মুখোপাধ্যায়ের ‘হেমন্ত স্মরণ সংসদ’। এছাড়াও অংশ নিতে দেখা যায় বাচিক শিল্পী শুভেন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘শব্দ নীড়’, ‘ভাষা শহীদ স্মারক সমিতি’, ‘সুর বাণী’ প্রমুখ বহু সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্যদের। প্রত্যেক অংশগ্রহণকারীকে সুদৃশ্য ‘বিদ্যাসাগর পদক’ পরিয়ে সম্মানিত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি জুড়ে প্রাণবন্ত সঞ্চালনা করেন অমিতাভ ব্যানার্জী। 

 

 

Promotion