২৮ সেপ্টেম্বর দিনের আলো দেখলো ‘তবুও রোজ’ গানের ভিডিও। হুগলি প্রেস ক্লাবে ‘সুরেলা মিউজিক্যাল গ্রুপ’এর তরফে মুক্তি পায় এই সঙ্গীত প্রচেষ্টা। মুক্তি-লগ্নে উপস্থিত ছিলেন বিশিষ্ট বেহালা বাদক রুদ্রেন্দ্রনাথ ভট্টাচার্য্য, নাট্যকর্মী সুরজিৎ পাল এবং এলাকার কাউন্সিলর সন্তোষ কুমার সিং। ভিডিওটিতে অভিনয় করতে দেখা গিয়েছে মুমু মুখার্জী এবং শুভব্রত সাহাকে। প্রসঙ্গত উল্লেখ্য নিজের গাওয়া গানে নিজেই অভিনয় করেছেন শুভব্রত। গানের কথা লিখেছেন মধুমন্তী মুখার্জী এবং সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করেছেন সৌমেন মুখার্জী। ‘তবুও রোজ’-এর পরিচালকের ভূমিকায় রয়েছেন কৌস্তভ। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৌস্তভ বলেন, “ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন কিনা সেটি আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমরা চাই অন্ততঃ ভিডিওটি দেখে আমাদের পাশে থাকুন।”
সামগ্রিক পরিবেশনা ভালোই। সুন্দর লেগেছে গান এবং গানের কথাও। তবে অভিনয়ের ক্ষেত্রে আরও অনেকটাই যত্নবান হওয়া উচিৎ ছিল। ভাবনার উপস্থাপনা আরও আকর্ষণীয় করার কথা ভাবতে পারতেন নির্দেশক। ভিডিওতে আগাগোড়া যে মিষ্টি প্রেমের গল্প বলা হয়েছে, তা শেষে যেন সামান্য খেই হারিয়েছে। সিগারেটের বহুল ব্যবহার ছাড়াও হয়তো গল্প এগোনো যেত। যদিও এগুলি কোনওভাবেই মিউজিক অ্যারেঞ্জমেন্টকে ম্লান করতে পারে না। রুদ্রেন্দ্রনাথ ভট্টাচার্য্যের বেহালা-বাদন আরও সমৃদ্ধ করেছে গানটিকে।
পার্শ্বচরিত্রে অভিনয় – তন্ময় পাল, দেবস্মিতা দত্ত
গীটার – সুনীত দাস
রেকর্ডিং এবং মিক্সিং – শৈবাল কর্মকার
ডিওপি – শুভঙ্কর দাস
এডিটিং – শুভব্রত সাহা এবং কৌস্তভ
মেক-আপ – আয়ুশী পাল
Author Profile

Latest entries
EXCLUSIVE NEWS2020.10.20মানুষের থেকেও বেশি বিশ্বাসযোগ্য ওরা! ২৫টি কুকুর এবং ৯টি বেড়াল নিয়ে ভরা সংসার যুবতীর!
EXCLUSIVE NEWS2020.06.09ফুটবল স্টেডিয়ামে ৫ মিটারের সামাজিক দূরত্ব মেনেই হল চাকরির পরীক্ষা
EXCLUSIVE NEWS2020.05.25ঈদে চূড়ান্ত সম্প্রীতির নজির ফেসবুক পোস্টে, শুভেচ্ছা বার্তায় আপ্লুত নেট-দুনিয়া
EXCLUSIVE NEWS2020.04.19লকডাউনেও রেশন ডিলারের চুরি, পুলিশের সক্রিয় ভূমিকায় ধরা পড়লো অভিযুক্ত!