ব্রিটেনের ইয়র্কশায়ারের ন্যারেশবরো দুর্গে বেড়াতে গিয়েছিলেন ব্রুকস দম্পতি। স্বাভাবিকভাবেই প্রায় নয়শো বছর প্রাচীন এই দুর্গ তাদের স্মৃতির মণিকোঠায় জায়গা করে নেবে এমন ভাবাটাই দস্তুর। তবে তাঁরা হয়তো স্বপ্নেও ভাবেন নি, সামান্য একটি কাক দুর্গ দেখার অভিজ্ঞতাকেও ছাপিয়ে যাবে। একটি কাক তাদের শুভেচ্ছা জানিয়ে বলে, “You alright love?” এখানেই শেষ নয়। এরপর কাক নিজেই উত্তর দিয়ে বলে, “I’m alright,” শ্রীমতি লিসা ব্রুকস তাঁর মোবাইলে ভিডিও তোলেন যেটি ইতিমধ্যে সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল হয়েছে। তিনি এও জানিয়েছেন, কাকটি স্থানীয় ইয়র্কশায়ারের ইংরেজি উচ্চারণেই কথা বলছিল।
Author Profile

Latest entries
EXCLUSIVE NEWS2020.10.20মানুষের থেকেও বেশি বিশ্বাসযোগ্য ওরা! ২৫টি কুকুর এবং ৯টি বেড়াল নিয়ে ভরা সংসার যুবতীর!
EXCLUSIVE NEWS2020.06.09ফুটবল স্টেডিয়ামে ৫ মিটারের সামাজিক দূরত্ব মেনেই হল চাকরির পরীক্ষা
EXCLUSIVE NEWS2020.05.25ঈদে চূড়ান্ত সম্প্রীতির নজির ফেসবুক পোস্টে, শুভেচ্ছা বার্তায় আপ্লুত নেট-দুনিয়া
EXCLUSIVE NEWS2020.04.19লকডাউনেও রেশন ডিলারের চুরি, পুলিশের সক্রিয় ভূমিকায় ধরা পড়লো অভিযুক্ত!