EXCLUSIVE NEWS

বাঙালি-বিদ্বেষী চাকরির বিজ্ঞাপন, সস্তা সুন্দরের হেড অফিসে বাংলা পক্ষ

 

ওষুধ ব্যবসায়ী সস্তা সুন্দরের রাজারহাটে অবস্থিত হেড অফিস অভিযান করলো বাংলা পক্ষ। ইতিমধ্যেই বাংলা পক্ষ তাদের ফেসবুক পেজে সস্তা সুন্দরের বাঙালি-বিদ্বেষী বিজ্ঞাপন নিয়ে সরব হয়েছিলেন। এটি নেটিজেন্দের দৃষ্টি আকর্ষণ করে, ওঠে সমালোচনার তুফান। এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার বাংলা পক্ষ হাজির হয় সস্তা সুন্দরের সদর দফতরে। কোম্পানিটির এইচআর মহুয়া দে বলেন, গ্রাহক সম্পর্ক আধিকারিক প্রথম চক্রবর্তী ব্যক্তিগত পোস্ট করেছেন। এটি একেবারেই কোম্পানির স্ট্যান্ড নয়। উত্তরে বাংলা পক্ষের তরফে কোম্পানির ওয়েবসাইটের স্ক্রিনশট নেওয়া তথ্য দেখান। অভিযোগ এরপরেই মহুয়া দেবী কথা পাল্টাতে শুরু করেন। বাংলা পক্ষের গর্গ চ্যাটার্জী পাল্টা প্রশ্ন করে বলেন, “আপনারা বাংলার বিস্তীর্ণ জায়গা জুড়ে ব্যবসা করছেন। অন্ততঃ একটি বিজ্ঞাপন দেখান যেখানে ‘বাঙালি হলে অগ্রাধিকার’ লেখা রয়েছে। যার সদুত্তর দিতে ব্যর্থ হন কোম্পানির এইচআর।

 

বাঙালি জাতীয়তাবাদী সংগঠনটির তরফে কৌশিক মাইতি জানান, তাঁরা ছয় দফা দাবী পেশ করেছেন। সেগুলির মধ্যে অন্যতম হল অবিলম্বে বাঙালি বিদ্বেষী বিজ্ঞাপনের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সেই সঙ্গে কোম্পানীর কর্মী- তালিকা প্রকাশ করতে হবে। যে বাঙালি ফার্মাসিস্টের লাইসেন্স নিয়ে এদের ওষুধের ব্যবসা চলে, তাদের যোগ্য মর্যাদা ও উপযুক্ত অর্থের দাবীও রয়েছে এই দাবীতে।

 

Promotion