EXCLUSIVE NEWS

সরস্বতী ঠাকুরের পুজো সম্পন্ন করলো আরেক সরস্বতী!

মেয়েটি মালদার গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজের ছাত্রী। শাড়ি পরে অপেক্ষায় ছিল বাড়ির পুজো শেষ হলে কলেজের পুজোয় গিয়ে পুজোতে বন্ধুদের সঙ্গে দেখা করবে। কিন্তু তার সে আশায় জল ঢেলে দিলো পরিস্থিতি। একে বাবার অনুপস্থিতি, অন্যদিকে সরস্বতী পুজোর দিন পুরোহিতের প্রবল চাহিদা। বারবার ফোন করেও পাওয়া যাচ্ছিলো না পুরুত ঠাকুরকে। কাজেই বড় সিদ্ধান্ত নিতে হল মেয়েটিকে।

 

মালদার কলিয়াচক এলাকার এই পরিবারের বড় মেয়ে ঈশানী মণ্ডল বাঙালি রীতি মেনেই মন্ত্র পাঠ করলো। পুষ্পাঞ্জলি দিলেন তার মা, কাকিমা ও বোনেরা। পুজো শেষে সবাই আনন্দের সঙ্গেই খেলো প্রসাদ। বিপদের সময় সাহসী সিদ্ধান্ত নিয়ে পুজোর আনন্দ মাটি না হওয়ায় খুশি পরিবারের সকলেই।  প্রসংশায় মেতেছেন ঈশাণী প্রতিবেশীরাও।

Promotion