গত সোমবার থেকে বাংলার পুরুষাধিকার সংগঠন ‘রুদ্রা’র আইনজীবী সেল হল আরও বলিষ্ঠ। পুরুষদের অধিকার রক্ষার পক্ষে আওয়াজ তোলা এই সংগঠনের লিগাল এইড ফোরামে পাকাপাকিভাবে যুক্ত হলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী দেবরাজ মল্লিক। ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে মিথ্যা মামলায় ফাঁসানো পুরুষদের পাশে থেকেছে এই সংগঠনের আইনজীবী সেল। রুদ্রার তরফে ‘এক্সক্লুসিভ অধিরথ’কে জানানো হয়, এবার থেকে প্রতিটি জেলায় আইনজীবী নিযুক্ত হবেন। তাঁদের অন্যতম কাজই হবে দুঃস্থ, দরিদ্র, নিপীড়িত পুরুষকে বিনামূল্যে আইনী সহায়তা দিয়ে পাশে থাকা। এদিন হাজির ছিলেন ‘রুদ্রা’র সভাপতি পার্থসারথী চক্রবর্তীও।
রুদ্রা’র সহ-সভাপতি উত্তরণ পাঠক জানান, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’র দেওয়া পরিসংখ্যান বলছে, ৭৩% ধর্ষণের অভিযোগ কোর্টে প্রমাণ হয়নি। সংবিধানের ৪৯৮ এ’র মতো ধারার অপপ্রয়োগ আটকানো নিয়ে প্রশাসন নীরব। তাই এই অন্যায়ের বিরুদ্ধে প্রকৃত লিঙ্গ-নিরপেক্ষ আইনের দাবীতে রুদ্রা রাস্তায় নেমে লড়াই করে।” প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আইনজীবী রজত দে’র স্ত্রী অনিন্দিতা পাল স্বামীকে খুন করেন। ইতিমধ্যেই আদালতে সেই অভিযোগ প্রমাণিত হয়েছে।
Author Profile

Latest entries
Dating Tips2 months agoThe Ultimate Guide To Online Dating
EXCLUSIVE NEWS10 months agoবাংলার সরকারী পদে রাজ্যের ভূমিপুত্র সংরক্ষণের দাবীতে হুগলি জেলা বাংলা পক্ষ নামল রাস্তায়
EXCLUSIVE NEWS2021.01.05পদ্ম-দুর্গে ঘাসফুলের শিকড় মজবুত করতে যাচ্ছেন অভিষেক, গঙ্গারামপুর স্টেডিয়ামে চলছে শেষ লগ্নের প্রস্তুতি!
EXCLUSIVE NEWS2020.10.13পুজোয় বয়স্করা কীভাবে আটকাবেন মারণ-রোগকে? শ্রীরামপুর আইএমএ দিল তারই হদিশ!