ভারত সরকারের কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রক আয়োজিত পৃথিবী দিবস অঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান ছিনিয়ে নিল বাংলার রিষভ আশ। বেগমপুরের বাসিন্দা রিষভ বেগমপুর উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র। প্রথমে রিষভ তার স্কুলে প্রথম স্থান লাভ করে। এরপর একের পর এক প্রতিযোগিতার পাহাড় টপকে সে পৌঁছে যায় জাতীয় স্তরে।
কেন্দ্রীয় বিজ্ঞান এবং প্রযুক্তিমন্ত্রী হর্ষ বর্ধন তার হাতে ২৭ জুলাই এই পুরস্কার তুলে দেন। দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রকের প্রতিষ্ঠা দিবসের এই অনুষ্ঠানে হাজির ছিলেন কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ভূ-বিজ্ঞান শাখার প্রধান অধ্যাপক ডঃ পিটার মলনার।
Author Profile

Latest entries
EXCLUSIVE NEWS2019.11.01কোন্নগরে আয়োজিত হল এক মানবিক ভাইফোঁটা
EXCLUSIVE NEWS2019.08.24এই আদিবাসী উপজাতি আমাজনের আগুন নেভাতে লড়বে শেষ রক্তবিন্দু পর্যন্ত
EXCLUSIVE NEWS2019.08.14বাঁকুড়া স্টেশনে রেলের স্টলে হিন্দি-ইংরেজি থাকলেও নেই বাংলা, জমছে ক্ষোভ!
EXCLUSIVE NEWS2019.08.08বেগমপুরের রিষভ ‘পৃথিবী দিবস’ নিয়ে ছবি এঁকে ভারতে হল প্রথম