EXCLUSIVE NEWS

লকডাউনেও রেশন ডিলারের চুরি, পুলিশের সক্রিয় ভূমিকায় ধরা পড়লো অভিযুক্ত!

 

 

চলছে লকডাউনের দ্বিতীয় পর্ব। রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই উঠেছে প্রচুর অভিযোগ।  যদিও এরই মধ্যে পুলিশের দায়িত্বশীল ভূমিকা চোখে পড়ল কল্যাণীর মাঝের চর এলাকায়। রেশন ডিলার প্রণয় দাসের বিরুদ্ধে আগে থেকেই ছিল রেশনে দুর্নীতির অভিযোগ। কিন্তু এই লকডাউনের সময়ও সে মাথা পিছু বরাদ্দে এক কেজি করে ওজনে মাল কম দিত। গত শুক্রবার কল্যাণী থানায় খবর দেওয়া হয়।

 

কল্যাণী থানার সাব-ইন্সপেক্ট্র সুন্দর গোপাল দাস ঘটনাস্থলে পৌঁছন। হাতেনাতে প্রণয়কে তিনি ধরেন। যদিও অভিযুক্ত ওই রেশন ডিলার নিজের দোষ ঢাকবার আপ্রাণ চেষ্টা করে। কিন্তু শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাকে আটক করা হয়। সেই সঙ্গে পুলিশ দাঁড়িয়ে থেকে প্রতারিতদের ন্যায্য বরাদ্দ রেশন পাইয়ে দেন।

 

Promotion