EXCLUSIVE NEWS

জমির ক্ষেতে খেলা করছিল, তাই বাঁশ দিয়ে পিটিয়ে মারা হল কুকুর-ছানাদের!

 

ফের নির্মমতার সাক্ষী থাকলো বাংলা। অবলা প্রাণীগুলির একমাত্র অপরাধ সকলে মিলে একসঙ্গে চাষের জমিতে খেলা করা। ফসল নষ্ট হয়ে যাওয়ার ভয় নৃশংসতা ছাড়ালো চরমসীমা। ছোট্ট কুকুর ছানারা জানতেই পারল না কেন এইভাবে বাঁশ দিয়ে পিটিয়ে ওদের হত্যা করা হলো!

 

এটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার মনসুকা ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঘানালা গ্রামে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী এক গ্রামবাসী জানিয়েছেন, হত্যাকান্ডের মূল পান্ডা ওই গ্রামেরই দুই ব্যক্তি। সূত্রের খবর, ইতিমধ্যেই এই ঘটনায় স্থানীয় থানায় দায়ের হয়েছে অভিযোগ।

 

Promotion