Official Media Partner

এই বসন্তে সঙ্গী থাকুক স্বাধীন বাংলা গানের অ্যালবাম ‘আনমনে’

চলতি বছরের ৩ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে অর্ণব এবং অভিলাষের প্রথম যুগলবন্দী অ্যালবাম ‘আনমনে’। পাঁচ-পাঁচটি তরতাজা, টাটকা বাংলা গান এবং সর্বোপরি স্বাধীন বাংলা গানের এই অ্যালবামটি খুব যত্ন করে, আদর দিয়ে তৈরি করেছেন এই দুই তরুণ শিল্পী। ৫টি ভিন্ন প্রেক্ষাপটে তৈরি একটি মানুষের জীবনই হল ‘আনমনে’। এই অ্যালবামের পাঁচটি গান হল ‘প্রেম ফিরে এসো’,’স্ফীতবসনা’,’বাকি বসন্ত’,’আনমনে’ এবং ‘যন্ত্রণা’।

আনমনে অ্যালবামটি পাওয়া যাচ্ছে ভারতের বিভিন্ন ডিজিট্যাল প্ল্যাটফর্মে, নিচের ছবিতে ক্লিক করুন

সকালবেলা ঘুম থেকে উঠেই হোক অথবা দুপুরের ভাতঘুমের আগে – আপনাকে হারিয়ে যেতেই হবে ‘আনমনে’। নিখাদ,খাঁটি প্রেম থেকে প্রেম ভাঙার যন্ত্রণা – একটি বৃত্তাকার আবর্তনে সযত্নে সাজানো রয়েছে অ্যালবামটি। যেমন আছে আর্তি, আবেগ,যন্ত্রণা; ঠিক তেমনিই রয়েছ অঙ্গীকারও। “ঠিক যেন নিয়ন আলোময়…”। অদ্ভুত সাবলীল চলন গোটা অ্যালবাম জুড়ে।

আনমনে অ্যালবামটি পাওয়া যাচ্ছে ভারতের বিভিন্ন ডিজিট্যাল প্ল্যাটফর্মে, নিচের ছবিতে ক্লিক করুন

দুঃসময় ভুলে প্রেমকে সম্বল করে পথ চলার অপেক্ষা আর তাকে কাছে পাওয়ার আহ্বান -‘প্রেম ফিরে এসো’ দিয়ে অ্যালবাম-এর শুরু। ‘স্ফীতবসনা’য় পাওয়া গেল অবাধ্য প্রেমিকের জেদ। খাদের কিনারে দাঁড়িয়ে থেকেও যে বারবার ফিরে আসার, আরও বেশি করে ভালোবাসার গল্প লিখতে পারে। ‘অল্টারনেটিভ রক মিউজিক’-এর এই অ্যালবামটিতে সফট-রক এবং একটি গানে ব্যালাডের ছাপ পাওয়া গেল। রিলিজের আগে থেকেই যে গান দুটি নিয়ে উত্তেজনা, চর্চা আর সুস্থ লড়াই শুরু হয়েছিল – সেই ‘বাকি বসন্ত’ এবং ‘আনমনে’ এক্কেবারে যেন নিখাদ , মিষ্টি প্রেমের গল্প শোনায়। বলা ভালো, ‘বাকি বসন্ত’গুলোয় “আবেগে পথ চলার আস্কারা” দিয়ে গেল ‘আনমনে’। সবশেষে রয়েছে স্বাদবদলের ‘যন্ত্রণা’।যদিও প্রেম ভাঙার হাহাকার দিয়েই অ্যালবামটির সমাপ্তি ঘটেছে। তবুও বলা যায়, প্রাক-বসন্তেই বাঙালির হাতে বসন্তের উপহার তুলে দিয়েছিলেন অর্ণবরা।

আনমনে অ্যালবামটি পাওয়া যাচ্ছে ভারতের বিভিন্ন ডিজিট্যাল প্ল্যাটফর্মে, নিচের ছবিতে ক্লিক করুন

‘অ-বাংলা’র বাড়াবাড়ির যুগে একটি-দুটি নয়, পাঁচ-পাঁচটি নিজস্ব স্বাধীন বাংলা গান দিয়ে সাজানো প্রায় ১৯ মিনিটের ‘আদরমাখা’ অ্যালবামটি যথেষ্ট সাহস এবং দৃঢ়তার পরিচয় দিয়ে গেল। সি.ডি. এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে এই নিজস্বতার দলিল। সব মিলিয়ে, জীবনের বাকি বসন্তগুলোর কথা বলা না গেলেও এবারের বসন্ত জুড়ে থাকুক বাংলা গান , নিঃস্বার্থ প্রেম, কুহু-কোকিলের ডাক আর সঙ্গী হয়ে থাকুক ‘আনমনে’।

আনমনে অ্যালবামটি পাওয়া যাচ্ছে ভারতের বিভিন্ন ডিজিট্যাল প্ল্যাটফর্মে, নিচের ছবিতে ক্লিক করুন

Promotion