EXCLUSIVE NEWS

অসমে ডিটেনশন ক্যাম্পের লাঞ্ছনাকে সাক্ষী রেখেই মারা গেলেন বৃদ্ধ

পশ্চিমবঙ্গে যখন এনআরসি আতঙ্কে একের পর এক আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। ঠিক তখনই এনআরসি’র ফলে বিদেশী ঘোষিত হয়ে ডিটেনশন ক্যাম্পেই শেষ নিঃশ্বাস ট্যাগ করলেন এক বৃদ্ধ। মৃতের নাম দুলাল চন্দ্র পাল। তিনি অসমের শোণিতপুরের বাসিন্দা ছিলেন। মারা যাওয়ার সময় তার বয়েস হয়েছিল ৬৪ বছর।

 

উল্লেখ্য গত দু’বছর ধরেই তিনি তেজপুর ডিটেনশন ক্যাম্পে বন্দী ছিলেন। অভিযোগ ক্যাম্পের বদ্ধ পরিবেশে তিনি ২৮ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে তাকে গুয়াহাটি মেডিক্যাল কলেজে পাঠানো হয়। ১৩ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষার পর তিনি মারা যান। শেষ জীবনে রাষ্ট্রহীন হওয়ার যন্ত্রণা বুকে নিয়েই চোখ বুজলেন দুলাল চন্দ্র পাল।

 

 

Promotion