EXCLUSIVE NEWS

এনআরসি’র ছায়া বিয়ের বিজ্ঞাপনেও, “১৯৭১-এর আগের প্রমাণ সহ পাত্রী চাই!”

 

এই মুহূর্তে এনআরসি এবং সিএএ নিয়ে উত্তাল গোটা দেশ। খবরের কাগজের বিজ্ঞাপনেও পড়লো তার ছায়া। একটি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপন দেখে চোখ কপালে ওঠার জোগাড়। সেখানে লেখা রয়েছে উচ্চমাধ্যমিক পাস এবং ৫ ফুট ১ ইঞ্চির ওপর লম্বা ভারতীয় পাত্রী চাই। সেই সঙ্গে শর্ত হিসেবে, ১৯৭১ সালের আগে নথিপত্রের প্রমাণও চাওয়া হয়েছে।

যদিও এটি কবে প্রকাশিত হয়েছে তা অবশ্য জানা যায়নি ৷ গোপনীয়তার খাতিরে বিজ্ঞাপনে প্রকাশিত যোগাযোগ নম্বরটি আমাদের তরফে মুছে দেওয়া হল।

চিত্র ঋণ – বিবিপি নিউজ

Promotion