EXCLUSIVE NEWS

ঈদে চূড়ান্ত সম্প্রীতির নজির ফেসবুক পোস্টে, শুভেচ্ছা বার্তায় আপ্লুত নেট-দুনিয়া

 

একেই দেশ জুড়ে চলছে লকডাউন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অবশ্য ব্যাপারটি হয়ে দাঁড়িয়েছে গোদের ওপর বিষ ফোঁড়া। করোনা এবং আমফান দুইয়েরই তাণ্ডবে অনেকটাই ম্লান এবারের ঈদ। কিন্তু এরই মধ্যে যেন ক্ষতে খানিকটা হলেও প্রলেপ পড়ল দুই ব্যক্তির ফেসবুক পোস্টে।

 

সলমন হায়দার নামক এক ব্যক্তির ফেসবুক পোস্টের বক্তব্য, যেহেতু লকডাউন-জনিত কারণে এবারের ঈদে তিনি মজা করতে পারবেন না, তাই আগামী দুর্গা পুজোয় তিনি আনন্দ করে তা উসুল করবেন। অন্যদিকে রৌনক ঘোষ ঈদের আনন্দ যাতে মাটি না হয় সেই আবেদনই রেখেছেন ঈশ্বরের কাছে। যৌথভাবে এই পোস্ট অনেকেই শেয়ার করে এটিকে ভাইরাল করে ফেলেছেন ইতিমধ্যেই।

 

Promotion