EXCLUSIVE NEWS

ফুটবল স্টেডিয়ামে ৫ মিটারের সামাজিক দূরত্ব মেনেই হল চাকরির পরীক্ষা

 

গোটা পৃথিবী জুড়েই চলছে করোনার নির্মম রাজত্ব। তাঁর মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশ নানারকম পদ্ধতি সম্বল করেই যুদ্ধ চালাচ্ছে মারণ-ভাইরাসের বিরুদ্ধে। সেরকমই ছবি দেখা গেল দক্ষিণ কোরিয়ার এক ফুটবল স্টেডিয়াম জুড়ে। সেদেশের আনসান শহরের আনসান ওয়া স্টেডিয়াম, যেখানে প্রায়শই দেখা যায় ফুটবল ম্যাচ। সেখানেই এদিন দেখা গেল অন্য চিত্র। ১০০ জনেরও বেশি পরীক্ষার্থী দিল চাকরির পরীক্ষা।

 

আনসান আর্বান কর্পোরেশনের পরীক্ষার আয়োজন করা হয় ৬৬০০ স্কোয়ার ফুটের এই স্টেডিয়ামটিতে। রাজধানী সিউলের একদম দক্ষিণ প্রান্তে অবস্থিত ফুটবল মাঠে ১৩৯ জন পরীক্ষা দেন। ছিল দেহের উষ্ণতা মাপার ব্যবস্থা। মাস্ক পরেই ৯০ মিনিটের পরীক্ষা দেন চাকরি প্রার্থীরা। ওই স্টেডিয়ামে পরীক্ষা দেওয়া এক পরীক্ষার্থী এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এটি সত্যিই ব্যতিক্রমী এবং অপ্রচলিত পন্থা, যার ফলে তাঁরা উপকৃত হলেন।

Promotion