করোনা তো হালে, তাই মানুষকে আজ মাস্ক ব্যবহার করতে হচ্ছে। কিন্তু, আমাদের চারপাশে সর্বক্ষণই এমন কিছু মানুষ ঘুরে বেড়ায় যাদের মুখ অদৃশ্য মুখোশে ঢাকা থাকে। নিয়মিত তারা আমাদের সামনে হাসি মুখে ধরা দিলেও, পেছনে ছকে চলে জটিল অভিসন্ধি। আমাদের ক্রমেই ‘বিশ্বাস’ শব্দটার থেকে বিশ্বাস উঠে যেতে থাকে। তাই, মানুষের উপর ভরসা হারিয়ে এবার ২৫টা কুকুর এবং ৯টা বিড়াল নিয়েই সংসার পেতেছেন বারাসাতের অনিন্দিতা ঘোষ।
‘এক্সক্লুসিভ অধিরথ মিডিয়া’র তরফে অনিন্দিতার সঙ্গে কথা বলে জানতে পারা যায় তাঁর এই সাংসারিক জীবনের রোজনামচার গল্প। অনেক দামে কিনে শখের পোষ্য নয়, অনিন্দিতার পরিবারের প্রত্যেককেই তিনি তুলে এনেছেন রাস্তা থেকে। একবারের বেশি দু’বার খাওয়ার জন্য ঘুরঘুর করলে যেই কুকুরদের আমরা ঢিল মারি, অথবা খাবারে মিশিয়ে দিই বিষ তাদেরকেই রাস্তা থেকে তুলে এনে আদরে যত্নে বড় করে তোলেন অনিন্দিতা।
Author Profile

Latest entries
EXCLUSIVE NEWS2020.10.20মানুষের থেকেও বেশি বিশ্বাসযোগ্য ওরা! ২৫টি কুকুর এবং ৯টি বেড়াল নিয়ে ভরা সংসার যুবতীর!
EXCLUSIVE NEWS2020.06.09ফুটবল স্টেডিয়ামে ৫ মিটারের সামাজিক দূরত্ব মেনেই হল চাকরির পরীক্ষা
EXCLUSIVE NEWS2020.05.25ঈদে চূড়ান্ত সম্প্রীতির নজির ফেসবুক পোস্টে, শুভেচ্ছা বার্তায় আপ্লুত নেট-দুনিয়া
EXCLUSIVE NEWS2020.04.19লকডাউনেও রেশন ডিলারের চুরি, পুলিশের সক্রিয় ভূমিকায় ধরা পড়লো অভিযুক্ত!