EXCLUSIVE NEWS

এনআরসি বিরোধী পথসভা দিয়ে ইনিংস শুরু নদীয়া বাংলা পক্ষের রানাঘাট শাখার

গত রবিবার নদীয়া বাংলা পক্ষর রানাঘাট শাখার শুভ সূচনা হলো এনআরসি বিরোধী পথসভা দিয়ে। অঞ্চলে এই সভা নিয়ে উৎসাহ ছিল চোখে পড়ার মতন। স্বতস্ফূর্ত ভাবে অনেকেই এগিয়ে এসে এই সভা সফল করেন। জানা গিয়েছে, আগামী দিনেও একাধিক কর্মসূচি নিতে চলেছে এই রানাঘাট সংগঠন। সভার অন্যতম উদ্যোক্তা সিদ্ধব্রত দাস বলেন, “আমরা ভোট চাইতে আসিনি। এসেছি বাঙালির অধিকার আদায় করতে৷ তাই যে দলই করুন, বাঙালির পক্ষে দাঁড়ান৷” তিনি হুঁশিয়ারি দেন বাঙালি বিরোধীদেরও৷

অন্যদিকে বাংলা পক্ষের পরিচিত মুখ গর্গ চ্যাটার্জী বলেন, ‘এন আর সি আসলেই বাঙালি বিরোধী। বক্তব্যের সঙ্গে তিনি নানান পরিসংখ্যানও তুলে ধরেন। বাংলা ব্যাপী লড়াইয়ে থাকবে বাংলা পক্ষ, জানান কৌশিক মাইতি। তিনি আরও বলেন, “আগামী দিনে লড়াই আরও তীব্রতর হবে, এনআরসি’কে ধ্বংস করবে বাংলা পক্ষ।’ এই কারণেই বাঙালিকে ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার ডাক দেন।

 

Promotion