সংখ্যায় যদিও তিনি একা। তাতে অবশ্য খুব একটা কিছু যায় আসেনা তার। কারন ইনি নিজেকে একাই একশো ভাবেন। হ্যাঁ, ছবিতে যাকে দেখছেন এ তারই কাহিনী। দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরের বাঁদর রাজাকে চেনেন না এমন মানুষ দুর্লভ। এই একক বাঁদর রাজতন্ত্রের নাৎসি-ফ্যাসিস্ট অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। বাড়ির খাবার লুট, গাছের ফল নষ্ট থেকে শুরু করে পথ চলতি মানুষকে আক্রমণ করে কামড় বসানো। এসব কাজেই তিনি দক্ষতা লাভ করেছেন।
সংখ্যায় একা হলেও আকস্মিক আগত বাঁদরের অত্যাচারে সন্ত্রস্ত বুনিয়াদপুরের বাসিন্দারা। বাঁদরের ভয়ে বাড়ির মহিলারা আতঙ্কিত এবং ছোটো শিশুরাও বাড়িতে থেকে বেরোতে ভয় পাচ্ছে ইদানিং। শুধু মানুষ নয় অন্যান্য জীব জন্ত এমনকি কুকুর, বিড়ালেরও রেহাই নেই। এই বিষয়ে এলাকার বাসিন্দা বাসন্তী রায় জানান, এই বানর কোথা থেকে এসেছে জানিনা। প্রচন্ড বিরক্ত করছে সকলকে। ওর ভয়ে কেউ কোথাও বেরোতে পারছেনা, বনদপ্তরের কোনও পাত্তা নেই। কবে যে এই সমস্যা থেকে মুক্তি পাবো তা ঈশ্বরই জানেন। তবে বানর রাজার এহেন অত্যাচারে আক্রান্ত স্থানীয়রা কখনোই অবলা জীবটিকে আঘাত করেন নি।
প্রতিবেদক, পল মৈত্র
Author Profile

Latest entries
Dating Tips3 months agoThe Ultimate Guide To Online Dating
EXCLUSIVE NEWS12 months agoবাংলার সরকারী পদে রাজ্যের ভূমিপুত্র সংরক্ষণের দাবীতে হুগলি জেলা বাংলা পক্ষ নামল রাস্তায়
EXCLUSIVE NEWS2021.01.05পদ্ম-দুর্গে ঘাসফুলের শিকড় মজবুত করতে যাচ্ছেন অভিষেক, গঙ্গারামপুর স্টেডিয়ামে চলছে শেষ লগ্নের প্রস্তুতি!
EXCLUSIVE NEWS2020.10.13পুজোয় বয়স্করা কীভাবে আটকাবেন মারণ-রোগকে? শ্রীরামপুর আইএমএ দিল তারই হদিশ!