তখন চলছে বিপ্লবের অগ্নিযুগ। গোটা দেশের মানুষ বিভোর স্বাধীনতার স্বপ্নে। চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের মামলার বিচার চলছে। আদালতের কুঠুরিতে দাঁড়িয়েই তার ভালবাসার মানুষটিকে প্রোপোজ করেছিলেন রাজদ্রোহের অপরাধে বন্দী ফুটুদা। মাষ্টারদা সূর্য সেন ধরা পরার পরে দলের দায়িত্বের ব্যাটন কাঁধে তুলে নেন ফুটু দা ওরফে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার। “তোকে ভালো লাগে। যদি ফিরে আসি, আমার জন্য অপেক্ষা করবি?” ঠিক এই ভাষাতেই মনের কথা বলেছিলেন আরেক বন্দী বিপ্লবী কল্পনা দত্তকে।
নাহ, অত্যাচারী ব্রিটিশ শাসকের রক্তচক্ষু তাঁকে ফিরতে দেয়নি। ১৯৩৪ সালের ১২ জানুয়ারি মাস্টারদা সূর্য সেন এবং তারকেশ্বর দস্তিদারের ফাঁসি হয়ে যায়। কল্পনা দত্তর পান কালাপানির সাজা। যদিও রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যস্থতায় তিনি কালাপানির বদলে এখানেই কারাদণ্ড ভোগ করেন। ঘটনার দশ বছর পর নতুন করে কল্পনা দত্ত প্রেমের প্রস্তাব পান। উত্তর দিয়েছিলেন, “আমি যে তারকেশ্বর দস্তিদারকে কথা দিয়েছি।’’
Author Profile

Latest entries
Dating Tips3 months agoThe Ultimate Guide To Online Dating
EXCLUSIVE NEWS12 months agoবাংলার সরকারী পদে রাজ্যের ভূমিপুত্র সংরক্ষণের দাবীতে হুগলি জেলা বাংলা পক্ষ নামল রাস্তায়
EXCLUSIVE NEWS2021.01.05পদ্ম-দুর্গে ঘাসফুলের শিকড় মজবুত করতে যাচ্ছেন অভিষেক, গঙ্গারামপুর স্টেডিয়ামে চলছে শেষ লগ্নের প্রস্তুতি!
EXCLUSIVE NEWS2020.10.13পুজোয় বয়স্করা কীভাবে আটকাবেন মারণ-রোগকে? শ্রীরামপুর আইএমএ দিল তারই হদিশ!