EXCLUSIVE NEWS

লকডাউন ভাঙলেই পুলিশ পরাচ্ছে গাঁদা ফুলের মালা!

 

লকডাউন পরিস্থিতিতে ঘরবন্দী গোটা দেশবাসী। তবে লকডাউন‌ উপেক্ষা করে প্রয়োজন ছাড়াই অযথা বাড়ির বাইরে বের হওয়া মানুষের সংখ্যাও নেহাত কম না। সেই সব মানুষদের এবার গাঁদা ফুলের মালা পরিয়ে দিচ্ছেন পুলিশ কমীরা। করোনা পরিস্থিতিতে কয়েকদিন আগেই পুলিশরা করজোড়ে ঘরে থাকার জন্য আবেদন করেছিলেন। এবার অভিনব পদক্ষেপ নিলেন পাঞ্জাবের লুধিয়ানার পুলিশকর্মীরা। লকডাউন ভঙ্গকারীদের গাঁদা ফুলের মালা পরিয়ে দিচ্ছেন এই শহরের পুলিশ।

 

 

 

জানা গিয়েছে, গত শনিবার প্রাতর্ভ্রমণে বেরনো অন্ততঃ ৩০ জনকে মালা পরিয়ে বাড়ির মধ্যে থাকার অনুরোধ জানিয়েছে পুলিশ। পুলিশ ইন্সপেক্টর জার্নেল সিং জানিয়েছেন, এতো চেষ্টা সত্ত্বেও মানুষ নিষেধ শুনছেন না। বিশেষ করে শহরের ঘুমর মান্ডি, ক্লাব রোড, সিভিল লাইনসের মতো অভিজাত এলাকার বাসিন্দাদের রাস্তায় হামেশাই দেখা যাচ্ছে। অনেক সময় নিত্য-প্রয়োজনীয় সামগ্রী কিনতে যাওয়ার মতো অজুহাতও দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

Promotion