অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। তারপরেই শ্রীরামপুর আকনা স্কুলের পাশে হরিসভা প্রাঙ্গণে শুরু হয়ে যাবে কথাকলি নৃত্যশৈলীর ওপর একটি কর্মশালা। এটির প্রশিক্ষিকা হিসেবে থাকছেন বিশিষ্ট কথাকলি নৃত্যশিল্পী রম্যাণী রায়। যুদ্ধকালীন তৎপরতায় চলছে এই কর্মশালা আয়োজনে শেষ তুলির টান। এই কর্মশালার আয়োজক শ্রীরামপুরের নামী নৃত্য-প্রশিক্ষণ কেন্দ্র ‘রিদম ডিভাইন’। এই সংস্থার কর্ণধার রাহুল নন্দী জানিয়েছেন ২১ মে পর্যন্ত কর্মশালায় অংশগ্রহণের জন্য নাম নথিভুক্ত করা যাবে।
এই কর্মশালার শিক্ষার্থীদের বয়স অনুযায়ী তিনটি তালিকায় ভাগ করা হয়েছে। প্রথমটি ৫ থেকে ৮ বছর, ৯ থেকে ১৪ বছর এবং ১৪ বছর বয়েস থেকে তার বেশি যে কোনও বয়েসের মানুষ অংশ নিতে পারেন ‘সাধনা’ কর্মশালায়।
যোগাযোগ – 7908662756
Author Profile

Latest entries
EXCLUSIVE NEWS2020.10.20মানুষের থেকেও বেশি বিশ্বাসযোগ্য ওরা! ২৫টি কুকুর এবং ৯টি বেড়াল নিয়ে ভরা সংসার যুবতীর!
EXCLUSIVE NEWS2020.06.09ফুটবল স্টেডিয়ামে ৫ মিটারের সামাজিক দূরত্ব মেনেই হল চাকরির পরীক্ষা
EXCLUSIVE NEWS2020.05.25ঈদে চূড়ান্ত সম্প্রীতির নজির ফেসবুক পোস্টে, শুভেচ্ছা বার্তায় আপ্লুত নেট-দুনিয়া
EXCLUSIVE NEWS2020.04.19লকডাউনেও রেশন ডিলারের চুরি, পুলিশের সক্রিয় ভূমিকায় ধরা পড়লো অভিযুক্ত!