একবিংশ শতকের আধুনিক লাইফস্টাইলে বাঙালি হয়ে পড়েছে লেট-রাইজিং। অন্ততঃ সকাল ৮ টার আগে অনেকেরই সকাল হয় না। ভরা শরতেও খুব একটা চোখে পড়ে না কাশ শিউলির মেলা। থিম পুজো আর আড়ম্বরের চক্করে হারিয়েছি ফেলে আসা শৈশবের সেই দুর্গা পুজো। কিন্তু আজও একই রকম রয়ে গিয়েছে মহাসপ্তমীর সকাল। কলা-বউ ওরফে নবপত্রিকাকে এদিনের সকালে স্নান করাতে হবে যে, চাট্টিখানি কথা নাকি? তিনি তো মা দুর্গারই আরেকটি রূপ। যাকে আমরা গণেশের বউ বলে ভুল করি। এই স্নান করানোর দৃশ্য দেখতে আজও মানুষ হাজির হন গঙ্গা অথবা অন্য কোনও জলাশয়ের ধারে। সেরকমই একটি ভিডিও নিচে রইলো আপনাদের জন্য।
Author Profile

Latest entries
EXCLUSIVE NEWS2020.10.20মানুষের থেকেও বেশি বিশ্বাসযোগ্য ওরা! ২৫টি কুকুর এবং ৯টি বেড়াল নিয়ে ভরা সংসার যুবতীর!
EXCLUSIVE NEWS2020.06.09ফুটবল স্টেডিয়ামে ৫ মিটারের সামাজিক দূরত্ব মেনেই হল চাকরির পরীক্ষা
EXCLUSIVE NEWS2020.05.25ঈদে চূড়ান্ত সম্প্রীতির নজির ফেসবুক পোস্টে, শুভেচ্ছা বার্তায় আপ্লুত নেট-দুনিয়া
EXCLUSIVE NEWS2020.04.19লকডাউনেও রেশন ডিলারের চুরি, পুলিশের সক্রিয় ভূমিকায় ধরা পড়লো অভিযুক্ত!