EXCLUSIVE NEWS

‘কচি পাতা’ আয়োজিত অনন্য সাহিত্য যাপনের সাক্ষী থাকলো কফি হাউজ

এক অসাধারণ সাহিত্য বাসরের সাক্ষী থাকল তিলোত্তমা। ৭ সেপ্টেম্বর কফি হাউসের বইচিত্র সভাঘরে আয়োজিত হল কচি পাতা সাহিত্য উৎসব ২০১৯। আজকের ডিজিটাল যুগে ছাপার অক্ষর এক কঠিন প্রতিযোগিতার সম্মুখীন। এই পরিস্থিতিতে এরূপ বই-যাপন উৎসবের আয়োজন অবশ্যই সমাজকে নতুন দিশা দেখাবে। একশো জনেরও বেশি কবির কবিতাপাঠ, আবৃত্তিতে মুখর হওয়ার সঙ্গে এদিন ৭ জন বিশিষ্ট ব্যক্তির হাতে তুলে দেওয়া হল কচিপাতা সাহিত্য সম্মান ২০১৯।

প্রকাশিত হল কচিপাতা নিবেদিত পূজা সংখ্যা ‘নারী নিনাদ’, কবিতা সংকলন ‘দুই মলাটের কবিসভা’ ও অণুগল্প সংকলন ‘গলি থেকে রাজপথ’। সঙ্গীতানুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে মুক্তি পেল কচি পাতা পরিবারের মূল সংগীত। এছাড়াও দিনের আলো দেখল ১৩ জন নতুন লেখকের একক বই। সাহিত্য উৎসবের আলোচনাচক্রে আলোচিত হল ‘বর্তমান বাংলা সাহিত্য ও তার অবস্থান’, ‘সুনীল গঙ্গোপাধ্যায় ও সাহিত্যের সেকাল-একাল’ ও ‘পুরাণের আলোকে নারী নিনাদ’।

দীপাঞ্জন দাসের সম্পাদনায় আয়োজিত এই মহোৎসবে অতিথি রূপে উপস্থিত ছিলেন ঋজুরেখ চক্রবর্তী, অজিতেশ নাগ, রুদ্র গোস্বামী, অলোক বিশ্বাস ও শ্রী সদ্যোজাত। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী পূরবী রায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে এই অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে তাকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করল কচি পাতা পরিবার।

Promotion