যুগ যুগ ধরে বলিউডে সুচিত্রা সেন, বিপাশা বসু, রাণী মুখার্জী, রাইমা সেন, কঙ্কনা সেনশর্মা, পাওলি দামরা কাজ করে নাম কামিয়েছেন। সেই তালিকায় হয়তো আরও একটি নাম সংযোজন হতে চলেছে। তিনি হলেন বাঙালি মডেল জিয়া রয়। কেরিয়ারের শুরুটা করেছিলেন মডেলিংয়ের ফটোশ্যুট করে। ধীরে ধীরে এই বঙ্গ সুন্দরী বেশ নাম করে ফেলেছেন মডেলিং জগতে।
আমাজন, বিগ বাজারের মতো বড় সংস্থাগুলির হয়ে বিজ্ঞাপনে কাজ করেছেন জিয়া। মডেলিংয়ে অপার সাফল্যের পর বলিউডে এন্ট্রি হতে চলেছে জিয়ার। এবার জি মিউজিকের সাথে গাঁটছড়া বেঁধে প্রথমবারের মত মুক্তি পাবে জিয়ার সিঙ্গল মিউজিক ভিডিও। পাশাপাশি জিয়া কাজ করছেন ভারতের অন্যতম বড় মিউজিক কোম্পানি টি-সিরিজের সঙ্গেও। জিয়াকে ফিচার করে কয়েকটি গানের অ্যালবাম রিলিজ করবে টি-সিরিজও। এছাড়াও তার হাতে রয়েছে বেশ কিছু বড় কাজ। সেগুলি নিয়ে এই মুহূর্তে মুখ খুলতে নারাজ জিয়া।
দেখে নিন জিয়ার আরও বেশ কিছু ছবি
জিয়া রায়ের ইন্সটাগ্রাম থেকে ছবি ব্যাবহার করা হয়েছে।
Author Profile

Latest entries
EXCLUSIVE NEWS2020.10.20মানুষের থেকেও বেশি বিশ্বাসযোগ্য ওরা! ২৫টি কুকুর এবং ৯টি বেড়াল নিয়ে ভরা সংসার যুবতীর!
EXCLUSIVE NEWS2020.06.09ফুটবল স্টেডিয়ামে ৫ মিটারের সামাজিক দূরত্ব মেনেই হল চাকরির পরীক্ষা
EXCLUSIVE NEWS2020.05.25ঈদে চূড়ান্ত সম্প্রীতির নজির ফেসবুক পোস্টে, শুভেচ্ছা বার্তায় আপ্লুত নেট-দুনিয়া
EXCLUSIVE NEWS2020.04.19লকডাউনেও রেশন ডিলারের চুরি, পুলিশের সক্রিয় ভূমিকায় ধরা পড়লো অভিযুক্ত!