EXCLUSIVE NEWS

জাতীয় বাংলা সম্মেলনের হাত ধরে উদযাপিত ভাষা সম্মেলন

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দু’দিন ব্যাপী জাতীয় বাংলা সম্মেলন সংগঠনের তরফে আয়োজিত হল ভাষা সম্মেলন। হাওড়া জেলার খলিশানী এবং উলুবেড়িয়াতে দুই দিন ধরে নানান রকমের অনুষ্ঠানের মাধ্যমে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথম দিন অঙ্কন,আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হয়। দ্বিতীয় দিন গান, তাৎক্ষণিক বক্তৃতা ছাড়াও বিভিন্ন গুণী মানুষের উপস্থিতিতে চলে আলোচনা পর্ব। বিষয় ছিল ‘ভাষাসত্ত্বা বনাম ফ্যাসিবাদ’। হাজির ছিলেন কবি প্রসূন ভৌমিক, গৌতম চৌধুরী, নাট্যকার অরূপ শঙ্কর মৈত্র, ঔপন্যাসিক শামীম আহমেদ, বিশিষ্ট রাজনীতিবিদ প্রবীর বিশ্বাস, ইতিহাসবিদ সিরাজ মল্লিক প্রমুখ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন লিটারেরি সেক্রেটারি ইন্ডিজেনাস লেপচা ট্রাইবাল অ্যাসোসিয়েশনের অধ্যাপক এন টি লেপচা এবং কার্যনির্বাহী সদস্য রেন পিটার লেপচা।
আলোচনা সভার শুরুতে নাট্য ব্যক্তিত্ব অরূপ শঙ্কর মৈত্র বলেন, “ফ্যাসিবাদের মূল শিকড় হচ্ছে ব্রাহ্মণ্যবাদ। যেব্রাহ্মণ্যবাদে হিন্দুত্বের মোড়ক লাগিয়ে সেই শিকড়ে বেঁধে ফেলা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের লড়াই, আমাদের আত্মত্যাগ।” কালিম্পং থেকে আসা লেপচা ভাষার প্রতিনিধিরা তাদের মাতৃভাষার অধিকার নিয়ে আন্দোলনের কথা বলেন। অনুষ্ঠান শেষে ‘ফোক আস’ বাংলা ব্যান্ডের গানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। 

Promotion