Image Curtsy – Hockey India
লড়াই করেও ছন্দপতন। স্বপ্নভঙ্গ হরেন্দ্র সিংয়ের ছেলেদের। নেদারল্যান্ডসের গতির কাছে আত্মসমর্পণ ভারতের। কোয়ার্টার ফাইনালে ডাচদের কাছে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ অভিযান থেমে গেল হরমনপ্রীতদের। কলিঙ্গ স্টেডিয়ামে বৃহস্পতিবার কমলা ব্রিগেডের বিরুদ্ধে ম্যাচটা ছিল আসলে কিছু ইতিহাস বদলানোর। ১৯৭৫ সালে ভারত শেষবার কোনো হকি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিল এবং ফাইনালে পাকিস্তানকে পরাজিত করে প্রথমবারের জন্য বিশ্ব খেতাবের মুকুট পড়েছিল। তারপর ৪৩ বছরের দীর্ঘ খরা। ঘরের মাঠে বিশ্বকাপ পেয়ে তাই দ্বিতীয় বারের জন্য খেতাব জেতার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন দেশবাসী।যদিও বিশ্বকাপ অভিযান দারুণভাবে শুরু করেছিল মেন ইন ব্লু। গ্রুপ পর্বে অপরাজিত থাকলেও কোয়ার্টার ফাইনালে এসে ছন্দপতন ঘটল তাদের। পাশাপাশি বিশ্বকাপের সাক্ষাৎকারে নেদারল্যান্ডকে কখনোই পরাজিত করতে পারেনি ভারত। ৬ বার মুখোমুখিতে ১ বার মাত্র ড্র করলেও বাকি সবকটিতেই হারতে হয়েছে তাদের। এবারেও পরিসংখ্যানটা বদলাতে পারলো না ভারত।
গ্যালারি জোড়া সমর্থনেও বদলালো না ছবি
ম্যাচের ১২ মিনিটে গোল করে ভারতকে এগিয়ে দেন আকাশদীপ সিং। কিন্তু প্রথম কোয়ার্টার শেষ হবার কয়েক সেকেন্ড আগেই ডাচদের সমতায় ফেরান থিয়েরি ব্রিঙ্কম্যান। এরপর দ্বিতীয় এবং তৃতীয় কোয়ার্টারে দুই দলই দারুণভাবে লড়াই করলেও লিড বাড়াতে পারেননি কেউই। ম্যাচের ৫০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে নেদারল্যান্ডসকে ২-১ গোলে এগিয়ে দেয় মিঙ্ক ভ্যান ডার। ৫৩ মিনিটে দশজনে হয়ে যাওয়া ভারত গোল শোধ করার মরিয়া চেষ্টা চালায়। পেনাল্টি পেয়েও তাকে গোলে পরিণত করতে ব্যর্থ হয় নীল যোদ্ধারা। শেষ বাঁশি বাজতেই গোটা কলিঙ্গ স্টেডিয়ামে নেমে আসে শ্মশানের নিস্তব্ধতা ।মাঠেই ভেঙে পড়েন হরমনপ্রীত, শ্রীজেশ, আকাশদীপরা। বিশ্বজয়ের স্বপ্ন অধরাই থেকে গেল। ইতিহাস আর ছোঁয়া হল না নীল বাহিনীর। সেমিফাইনালে ডাচদের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অন্য সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে বেলজিয়াম।
ভারতকে হারিয়ে নেদারল্যান্ডসের উৎসব
Author Profile

Latest entries
EXCLUSIVE NEWS2020.01.23ফেলে দেওয়া ঠান্ডা পানীয়র বোতলেই যেন ঝুলন্ত বাগান!
মরসুমী ফুল2019.12.24ক্যাথলিন-নাহুমসের জমজমাট কেকের বাজারে নিঃশব্দে লড়াই দিচ্ছে বাঙালি মল্লিক!
মরসুমী ফুল2019.12.23বড়দিনে ঘর সাজানোর জিনিস কিনবেন? ঘুরে আসুন নিউ মার্কেট
মরসুমী ফুল2019.12.22জাঁকালো ঠাণ্ডায় উষ্ণতার ঠিকানা এখন ওয়েলিংটন স্কোয়ার!