ভারত – ৪, থাইল্যান্ড – ১
২৭, ৪৬, ৬৮, ৮০ এগুলি আসলে অনেকের কাছেই স্রেফ একটি করে সংখ্যা। যদিও ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছে এগুলি আসলে এক ফুটবল দৈত্যের হুঙ্কারের কয়েকটি মুহূর্ত। খানিকটা এভাবেই ব্যাখ্যা করা যেতে পারে আবু ধাবির আল-নাহায়ান স্টেডিয়ামে এশিয়া কাপ ফুটবলের ভারত বনাম থাইল্যান্ডের ম্যাচকে।
২৭ মিনিটের মাথায় থাই ডিফেন্ডার হাতে বল লাগিয়ে ফেলেন। নির্ভুল শটে লক্ষ্যভেদ করে সুনীল ছেত্রী এগিয়ে দেন ভারতকে। সামান্য পরেই অবশ্য ভারতের ছন্দপতন। ফ্রি-কিকের শটে মাথা ছুঁইয়ে ১-১ করে দেন থাইল্যান্ডের অধিনায়ক ডাংডা। এরপর দুই দল চেষ্টা করলেও প্রথমার্ধে আর কোনও গোল হয়নি।
তবে দ্বিতীয়ার্ধ যে ভারতের জন্য এক আলাদা স্ক্রিপ্ট লিখেছিল তা প্রথম বোঝালেন ভারত অধিনায়ক। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর প্রথম মিনিটেই ভারতকে ২-১-এ এগিয়ে দিলেন। এরপর ৬৮ মিনিটে পরিশ্রমী স্ট্রাইকার উদান্তা সিং সুন্দর পাস সাজিয়ে দেন, যা থেকে জীবনের প্রথম আন্তর্জাতিক গোল করে যান অনিরুদ্ধ থাপা। ৩-১ ফলাফলে এগিয়ে গিয়ে ভারতের জয় হয়ে দাঁড়ায় সময়ের অপেক্ষা। ঠিক এই সময় থাই কফিনে শেষ পেরেকটি গাঁথেন পরিবর্ত হিসেবে নামা মিজো স্ট্রাইকার জে জে লালপেখলুয়া। বিপক্ষ গোলরক্ষকের মাথার ওপর দিয়ে তিনি বল জড়িয়ে দেন নেটে। হাজার চেষ্টা করেও দ্বিতীয়ার্ধের কোনও সময়েই ম্যাচে ফিরতে পারেনি থাইল্যান্ড। ভারতের পরের ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে আগামী ১০ জানুয়ারি।
Author Profile

Latest entries
EXCLUSIVE NEWS2020.10.20মানুষের থেকেও বেশি বিশ্বাসযোগ্য ওরা! ২৫টি কুকুর এবং ৯টি বেড়াল নিয়ে ভরা সংসার যুবতীর!
EXCLUSIVE NEWS2020.06.09ফুটবল স্টেডিয়ামে ৫ মিটারের সামাজিক দূরত্ব মেনেই হল চাকরির পরীক্ষা
EXCLUSIVE NEWS2020.05.25ঈদে চূড়ান্ত সম্প্রীতির নজির ফেসবুক পোস্টে, শুভেচ্ছা বার্তায় আপ্লুত নেট-দুনিয়া
EXCLUSIVE NEWS2020.04.19লকডাউনেও রেশন ডিলারের চুরি, পুলিশের সক্রিয় ভূমিকায় ধরা পড়লো অভিযুক্ত!