EXCLUSIVE NEWS

ছটের জন্য পুকুর পরিষ্কার রাখতে বিসর্জন নিষিদ্ধ করলেন খড়্গপুরের কাউন্সিলর সরিতা ঝা

ছটের জন্য পুকুর পরিষ্কার রাখতে দুর্গা ঠাকুরের ভাসান নিষিদ্ধ হল খোদ বাংলায়। খড়্গপুরের ১২ নম্বর ওয়ার্ড নিমপুরায় কাউন্সিলর সরিতা ঝা আটকে দিলেন বিসর্জন। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার।

 

স্থানীয় কাঞ্জিলালের পুকুর নামে পরিচিত জলাশয়টি কিছুদিন আগেই সংস্কার করা হয় পুরসভার টাকায়। কুড়ি লক্ষ টাকা ব্যয় করা হয় এই সংস্কারের জন্য। কাউন্সিলার সরিতা ঝা-র দাবী পুকুরটি নাকি উনি সংস্কার করেছেন। তাই ছট পুজোর জন্য সেই পুকুর পরিষ্কার রাখতে সেখানে দুর্গা ঠাকুর বিসর্জন দেওয়া যাবেনা।

গত বছর ওই পুকুরে ছট পুজোর ছবি

 

যদিও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কিছুদিন আগে ওই পুকুরেই গণেশ পুজোর বিসর্জন হয়েছে। যদিও কাউন্সিলরের এই বাঙালি-বিদ্বেষী তুঘলকী সিদ্ধান্তের বিরুদ্ধে পুজো কমিটি রুখে দাড়ায়। কিন্তু অভিযোগ শেষ পর্যন্ত অনুমতি না দিয়ে আটকে দেওয়া হয় বিসর্জন।

Promotion