EXCLUSIVE NEWS

বাংলার সরকারী পদে রাজ্যের ভূমিপুত্র সংরক্ষণের দাবীতে হুগলি জেলা বাংলা পক্ষ নামল রাস্তায়

বিগত তিন বছর ধরে বাংলা পক্ষ সংগঠন বাংলার সরকারি-বেসরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে লড়াই করছে। বাংলা পক্ষ হুগলি জেলার তরফে হুগলি জেলার প্রশাসনিক কেন্দ্র চুঁচুড়ার বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন ও পথসভা করা হল। সংগঠনের মূল অভিযোগ রাজ্য বিদ্যুৎ দপ্তরে ৪৭ জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে বেশিরভাগ ভিন রাজ্যের চাকরি প্রার্থীদের নিয়োগ করা হয়েছে।

 

এই বিতর্কিত নিয়োগ প্রকাশ্যে আসার পর বিদ্যুৎ বন্টন সংস্থার পক্ষ থেকে জয়েনিং সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নিয়োগ স্থগিত হওয়ার ফলে কিছুটা আশার আলো দেখছে বাংলা পক্ষ। সংগঠনের বক্তব্য, নিয়োগ প্রক্রিয়া স্থগিত রেখে বাঙালীদের বিভ্রান্ত করা যাবে না। অবিলম্বে এই নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল করে নতুন ভাবে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে, যাতে বাংলার ভূমিপুত্ররা অগ্রাধিকার পায়।

বাংলা পক্ষের হুগলি জেলা সম্পাদক দর্পণ ঘোষ জানিয়েছেন, “ভারতের কোন রাজ্যে এভাবে রাজ্যের ভূমিপুত্রদের বঞ্চিত করে ভিন রাজ্য থেকে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হয় না। বাংলা ভারতের মধ্যে ব্যতিক্রম হতে পারে না। রাজ্যের সরকারি বেসরকারি সব কাজে বাঙালি তথা বাংলার ভূমিজ জাতির চাকরিপ্রার্থীদের অধিকার বুঝে নিতে আন্দোলন চলবে। সব রাজ্যের বিদ্যুৎ দপ্তরে নিয়োগের ক্ষেত্রে সেই রাজ্যের প্রধান ভাষার লিখিত পরীক্ষা দিতে হয়। এই নিয়োগের ক্ষেত্রে সেই রকম কোন নিয়ম মানা হয়নি।”

 

সংগঠনের সদস্য মনন মন্ডল জানালেন, “বিদ্যুৎ দপ্তর সহ বাংলার মধ্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে হাজার হাজার অবাঙালি নিয়োগ হচ্ছে, অথচ বাঙালীদের ভুল বোঝানো হচ্ছে যে বাংলায় নাকি চাকরি নেই, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বেসরকারি কোম্পানি সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে লক্ষ লক্ষ ভিন রাজ্যের অবাঙালি কাজ করে। অথচ বাংলার মাটিতে এই প্রত্যেকটা পদে প্রথম অধিকার বাঙালির।” জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের সদস্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন এবং বক্তব্য রেখেছেন। উপস্থিত ছিলেন দেবজ্যোতি চাটার্জী, অমিত কুমার বসু, অদিতি ঘোষ পুরকায়স্থ, দীপঙ্কর চক্রবর্তী প্রমুখরা।

Promotion