EXCLUSIVE NEWS

কথা না বলতে পারা ছেলেটির খোঁজ মিলেছে, শেয়ার করে বাড়ির লোককে জানান

রবিবার সকাল থেকেই এক অজ্ঞাত পরিচয় কিশোরকে মালদার পাকুয়াহাট সুকান্তপল্লী এলাকায় দেখা যায়। তার নাম জানা জায়নি, সে কথা বলতে অক্ষম। স্থানীয় বাসিন্দা সুমন রায়চৌধুরী ‘এক্সক্লুসিভ অধিরথ’কে জানান, ইতিমধ্যেই বামনগোলা থানার পুলিশকে জানানো হয়েছে বিষয়টি।

 

সুমন আরও জানান, এই মুহূর্তে ছেলেটিকে পাকুয়াহাট অঞ্চলেরই একটি ক্লাবে রাখা হয়েছে। খবরটি সকল সামাজিক মাধ্যমে শেয়ার করুন যাতে ছেলেটির বাবা-মা জানতে পারে এই মুহূর্তে সে মালদার পাকুয়াহাটে রয়েছে।

Promotion