EXCLUSIVE NEWS

জন্মেছে কন্যা সন্তান, তাই ছাদ থেকে ফেলে খুন করা হল দুধের শিশুকে!

 

আট দিনের দুধের শিশুটির অপরাধ সে কন্যাসন্তান হয়ে জন্মেছিল। সেই কারণেই বেঘোরে প্রাণ গেল তার। ছাদ থেকে মাটিতে ফেলে শিশুটিকে খুন করার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার তার ঠাকুমা। শাশুড়ি পরমেশ্বরীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন শিশুর মা তামিলসেলভি। গত ২৯ নভেম্বর রাতে বেঙ্গালুরুর মেদারাল্লি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

 

ওই মহিলা জানিয়েছেন, শাশুড়ির কাছে মেয়েকে রেখে বাথরুমে যান তিনি। ফিরে এসে আর মেয়ের দেখা পাননি।  শাশুড়ি তাকে জানান, কিছু লোক জোর করে বাড়িতে ঢুকে শিশুটিকে কেড়ে নিয়ে গিয়েছে। শাশুড়ির কথায় সন্দেহ করেন তামিলসেলভি। তিনি বাড়িতে পুলিশ ডাকেন। তারা এসে তল্লাশি শুরু করলে, বাড়ির সংলগ্ন একটি খালি জায়গায় শিশুটির দেহ উদ্ধার করে। দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। মারা যায় শিশুটি।

 

জানা গিয়েছে, গত বছর মায়ের ইচ্ছের বিরুদ্ধে তার সন্তান মার্শালকে বিয়ে করে তামিলসেলভি। তার ওপর কন্যাসন্তান হওয়ায় এমনিতেই অসন্তুষ্ট ছিলেন পরমেশ্বরী। এরপরেই শেষমেশ তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন পরমেশ্বরী, এমনটাই অভিযোগ।

চিত্র ঋণ – Enews71

Promotion