বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এক জ্যোতিষীর বিজ্ঞাপনমূলক পোস্টার। যেখানে দাবী করা হয়েছে, “জটিল কেসে আকাশে রকেট পাঠিয়ে গ্রহ-নক্ষত্রের পজিশন ঠিক করা হয়।” এখানেই কিন্তু শেষ নয়। রাজীব শাস্ত্রী নামের ওই জ্যোতিষীর ডিগ্রী খুবই সমৃদ্ধ বটে! নাসা থেকে তিনি জ্যোতিষবিদ্যায় সিদ্ধহস্ত। আবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে গোল্ড মেডালিস্ট এই বিষয়ে।
হাস্যকর সেই পোস্টারে নাসার লোগো ব্যবহার করা হয়েছে। আরও বলা হয়েছে, ছেলেমেয়ে পড়াশুনায় অমনোযোগী, প্রেম-চাকরিতে বাধা এবং মামলা-মোকদ্দমায় হার হলে বুঝে নিতে হবে আপনার ওপর কৃষ্ণগহ্বরের দৃষ্টি পড়েছে। আর এই দোষ কাটাতে মাত্র ১০১ টাকা খরচ করে এই জ্যোতিষীর শরণাপন্ন হতে হবে। তবেই নাকি হবে মুশকিল আসান। বিফলে মূল্য ফেরতের গ্যারান্টিও দিচ্ছে এই বিজ্ঞাপন। তবে বলা বাহুল্য, “আকাশে রকেট পাঠিয়ে গ্রহ-নক্ষত্রের পজিশন ঠিক করা”, এই ধরণের দাবী দেখেও কি কেউ এই জ্যোতিষীর ফাঁদে পা দেবেন? তা নিয়েই কিন্তু থেকে যাচ্ছে প্রশ্ন।
Author Profile

Latest entries
EXCLUSIVE NEWS2020.10.20মানুষের থেকেও বেশি বিশ্বাসযোগ্য ওরা! ২৫টি কুকুর এবং ৯টি বেড়াল নিয়ে ভরা সংসার যুবতীর!
EXCLUSIVE NEWS2020.06.09ফুটবল স্টেডিয়ামে ৫ মিটারের সামাজিক দূরত্ব মেনেই হল চাকরির পরীক্ষা
EXCLUSIVE NEWS2020.05.25ঈদে চূড়ান্ত সম্প্রীতির নজির ফেসবুক পোস্টে, শুভেচ্ছা বার্তায় আপ্লুত নেট-দুনিয়া
EXCLUSIVE NEWS2020.04.19লকডাউনেও রেশন ডিলারের চুরি, পুলিশের সক্রিয় ভূমিকায় ধরা পড়লো অভিযুক্ত!