বাংলাদেশের লোকসংস্কৃতির প্রাণকেন্দ্র মহুয়া মলুয়ার দেশ নেত্রকোণায় যথাযথ ভাবগাম্ভীর্য বজায় রেখে উদযাপিত হচ্ছে শারদোৎসব। নেত্রকোণার প্রায় ২২ টি পূজা মন্ডপ ঘুরে উপলব্ধি করা যায়, সব ধর্ম ও বর্ণের মানুষের অংশগ্রহণ এই আয়োজনকে অন্যরকম একটি মাত্রা দিয়েছে। এবার বেশিরভাগ পূজামন্ডপের থিম ছিলো আবহমান লোক-সংস্কৃতি।
সাতরাই সার্বজনীন দুর্গা পূজা উদযাপন কমিটি
বড়বাজার সার্বজনীন দুর্গা পূজা উদযাপন কমিটি
ত্রিনয়নী সার্বজনীন পূজা উদযাপন কমিটি
শহরের জয়নগর কালীবাড়িতে পূজা দেখতে আসা যশ সাহা বলেন, “মায়ের আগমন এবার সব সন্তানেরাই উপভোগ করেছে৷ শান্তিময়ী দুর্গতিনাশিনী মায়ের আশীর্বাদে শুচি হোক নেত্রকোণা।” জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সূত্র থেকে জানা যায়, এখন পর্যন্ত কোনো মন্ডপে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ পূজার সার্বিক নিরাপত্তা বিধানে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার ভিডিপিসহ নেত্রকোণা পৌরসভার স্বেচ্ছাসেবক বাহিনী, সম্মিলিত যুব সমাজ কাজ করে যাচ্ছে।
নাগড়া শ্রী শ্রী দুর্গামন্দির
নাগড়া মহামায়া সংঘ
Author Profile
