EXCLUSIVE NEWS

মৃত্যুভয়কে তুচ্ছ করে দাবানলের মধ্যেই কোয়ালা উদ্ধার করে চলেছে এই কুকুর!

 

অবশেষে বৃষ্টিও করতে পারলো না শেষ রক্ষা! ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলসে মারণ-আগুন ইতিমধ্যেই ২৪ জনের প্রাণ কেড়েছে। অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলে বন্যপ্রাণের অস্তিত্বই এখন প্রশ্নের মুখে। এসবের মাঝেই অন্ততঃ কয়েকশো কোয়ালা প্রাণী উদ্ধার করে শিরোনামে এক উদ্ধারকারী। তবে আশ্চর্যের বিষয়, এই উদ্ধারকারী একটি কুকুর। তার নাম বিয়ার।

 

সে ইতিমধ্যেই আহত অথবা আগুনে ফেঁসে যাওয়া কোয়ালাদের উদ্ধার করেছে তাদের লোমের গন্ধ শুঁকে। অফুরান প্রাণশক্তিতে ভরপুর বিয়ার প্রাণের ভয় তুচ্ছ করে উদ্ধার করে চলেছে একের পর এক কোয়ালাকে। ‘ইন্টারন্যাশনাল ফান্ড ফোর অ্যানিমাল ওয়েলফেয়ার’ জানিয়েছে, তাদের কুকুর প্রশিক্ষণ কেন্দ্রে মাত্র এক বছর বয়েসে বিয়ার সেখানে আশ্রয় পায়। কুকুরটির কিছু স্নায়ুগত সমস্যা এবং অতিরিক্ত ছটফটে ভাবের জন্য কিছুতেই তাকে বাড়িতে পোষ্য হিসেবে রাখা যাচ্ছিল না। কাজেই বাধ্য হয়ে তার মনিব তাকে আইএফএডব্লিউ কেন্দ্রে রেখে যান। তবে নিরীহ প্রাণী উদ্ধারের অভিযানে সে একা নয়, সামিল হয়েছে তার মতোই অন্য কুকুররাও। তবে সবার মাঝে কোয়ালা উদ্ধারে নজর কেড়েছে অস্ট্রেলিয়ান কুকুর বিয়ার।

Picture curtsey – Reece Thompson

Promotion