আবারও কাটমানি তীরে বিদ্ধ রাজ্যের শাসকদল। উত্তর ২৪ পরগণার নৈহাটি এবারের ঘটনাস্থল। নৈহাটি পুরসভার কাউন্সিলর তথা পুরসভার দলনেতা শেখর ভৌমিকের বিরুদ্ধে লিখলেট বিলি বিজেপির। বিজেপি নেতা গণেশ দাসের অভিযোগ, ২০১৫ সালে কাউন্সিলর হয়ে গত তিন বছরে শেখর বাবু ও তাঁর স্ত্রী প্রায় ৩৩ লক্ষ টাকা জমা কিরেছেন পেনশন স্কিমে! এই টাকার উৎস কি? এই অর্থ কি কাটমানির টাকা? লিফলেটে প্রশ্ন বিজেপি নেতার। গনেশ বাবুর আরো অভিযোগ, কাউন্সিলর শেখর ভৌমিক নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের ভাই! দাদার প্রভাবকে কাজে লাগিয়েই কি ভাইয়ের এই বাড়বাড়ন্ত? প্রশ্ন তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যেই বিজেপির তরফে এই লিফলেট পৌঁছে দেওয়া হচ্ছে নৈহাটির সমস্ত বাসিন্দাদের কাছে। আগামী দিনে তৃণমূল কাউন্সিলর শেখর ভৌমিকের সম্পত্তি ও জমির হিসেব দিয়েও লিফলেটে প্রচার করা হবে, বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা গণেশ দাস।
যদিও এই ঘটনার পর একেবারেই চুপ করে বসে নেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব। নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক জানিয়েছেন,তাঁর কোনো ভাই নেই।এভাবে মিথ্যে প্রচার করার জন্য তিনি বিজেপি নেতা গণেশ দাসের বিরুদ্ধে মানহানির মামলা করবেন। একই সঙ্গে তিনি তাঁর দলীয় কাউন্সিলর শেখর ভৌমিককেও অনুরোধ করেছেন, বিজেপি নেতা গনেশ দাসের বিরুদ্ধে যেন মানহানির মামলা রুজু করা হয়।
Author Profile

Latest entries
EXCLUSIVE NEWS2020.10.20মানুষের থেকেও বেশি বিশ্বাসযোগ্য ওরা! ২৫টি কুকুর এবং ৯টি বেড়াল নিয়ে ভরা সংসার যুবতীর!
EXCLUSIVE NEWS2020.06.09ফুটবল স্টেডিয়ামে ৫ মিটারের সামাজিক দূরত্ব মেনেই হল চাকরির পরীক্ষা
EXCLUSIVE NEWS2020.05.25ঈদে চূড়ান্ত সম্প্রীতির নজির ফেসবুক পোস্টে, শুভেচ্ছা বার্তায় আপ্লুত নেট-দুনিয়া
EXCLUSIVE NEWS2020.04.19লকডাউনেও রেশন ডিলারের চুরি, পুলিশের সক্রিয় ভূমিকায় ধরা পড়লো অভিযুক্ত!