প্রত্যাশার পারদ

ডাক্তার পি.কে.দাস চিকিৎসক দিবসে কী বললেন? – ভিডিও সাক্ষাৎকার

১ জুলাই, বিশ্ব ডাক্তার দিবস। ডাক্তারী, নিঃসন্দেহে এক মহান ব্রত। কিন্তু সেদিন আর নেই। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে চিকিৎসা-ব্যবস্থাও। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের চিকিৎসাকে পরিষেবা হিসেবে কিনতে হয়। অর্থাৎ চিকিৎসা নিয়েছে একটি পণ্যের রূপ। সেই চিকিৎসা নিতে যে রোগীরা আসেন, বিপদের মুখে পড়ে তারা কোনও অবস্থাতেই দরাদরির অবস্থায় থাকেন না। কিছু ডাক্তারের অস্বাভাবিক আর্থিক চাহিদা, কমিশনের চক্করে পড়ে সর্বস্বান্ত হন সাধারণ মানুষ। তবে ব্যতিক্রম হিসেবে অবশ্যই রয়েছেন বেশ কিছু ডাক্তার। তাদেরই একজন হলেন এ রাজ্যের স্বনামধন্য এক চিকিৎসক ডাঃ প্রদীপ কুমার দাস। যিনি পি.কে.দাস বলেই বেশি খ্যাত। ‘এক্সক্লুসিভ অধিরথ’ গণমাধ্যমের প্রশ্নবাণের সামনে পড়ে কী বললেন ডাক্তার বাবু? চলুন, দেখে নেওয়া যাক নিচের এই ভিডিও সাক্ষাৎকারটি…

 

Promotion