EXCLUSIVE NEWS

ইটভাটার দলিত পড়ুয়াদের মডেল তাক লাগালো কোন্নগরের বিজ্ঞান মেলায়

 

যুক্তিমন কলা ও বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ১৫ তম কোন্নগর বিজ্ঞান মেলা শেষ হল গত রবিবার। পরিবেশ সচেতনতার উদ্দেশ্যে জীবাশ্ম জ্বালানীর ব্যাবহার কমিয়ে পরিবেশকে দূষণ মুক্ত করার লক্ষ্যে কলকাতা সাইকেল সমাজ ও বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের উপস্থিতিতে কোন্নগরের রাস্তায় অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য সাইকেল মিছিল।প্রায় শতাধিক মানুষ তাতে অংশ নেন। শকুন্তলা বারোয়ারী ময়দানে আয়োজিত এই মেলায় যথেষ্টই সাড়া জাগালো ইটভাটা এলাকার পড়ুয়াদের মডেল। সবাইকে চমকে দিয়ে দ্বিতীয় স্থান জিতে নেয় তাদের এই প্রচেষ্টা। মডেলের বিষয় ছিল ‘তামাক ও মদের কুপ্রভাব’।

 

চরম আর্থিক সঙ্কটে দিন কাটে হিন্দমোটর-কোতরং অঞ্চলে ইটভাটা এলাকার বাসিন্দাদের। স্বাভাবিকভাবেই দলিত-হরিজন সম্প্রদায়ের ছেলেমেয়েরা শিক্ষার ন্যূনতম সুযোগটুকুও পায় না। ‘বহমান’ সংস্থা তাদের পড়াশুনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। তাদের হাত ধরেই বিজ্ঞান মেলায় পা রাখে অষ্টম ও নবম শ্রেণীর ৬ পড়ুয়া। সংস্থাটির তরফে সন্দীপ চৌধুরী জানান, ডাক্তার স্নেহাশিস বর্মণ এই মডেল তৈরির ক্ষেত্রে বিশেষভাবে সহযোগিতা করেছেন। সন্দীপ বাবু আরও বলেন, এই বাইরের জগতের সঙ্গে পড়ুয়াদের পরিচয় ঘটানোর উদ্দেশ্যেই এই বিজ্ঞান মেলায় সামিল হওয়া। সেখানে বিভিন্ন গুণীজনের মূল্যবান পরামর্শ তাদের সমৃদ্ধ করলো।

 

Promotion