EXCLUSIVE NEWS

দলীয়করণের চেষ্টায় ব্যর্থ হয়ে ত্রিপুরায় দুর্গা মণ্ডপ ভাঙলো বিজেপি,দেখুন ভিডিও

দুর্গা পুজো আসলে এক সার্বজনীন উৎসব। এতে অংশগ্রহণ করেন ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সকলেই। কিন্তু দূরত্ব ঘুচিয়ে দেওয়ার এই উৎসবকেই দলীয়করণের চেষ্টা করলো বিজেপি। এমনটাই অভিযোগ উঠছে ত্রিপুরায়। রাজ্যের তেলিয়ামুড়া তুইসিন্দ্রাই অঞ্চলের একটি পুজো মণ্ডপের ঘটনা। বিজেপির স্থানীয় নেতৃত্ব দাবি করে মন্ডপের সামনে ঠাকুরের ছবি নয়, লাগাতে হবে বিজেপি নেত্রীর ছবি। এই নির্দেশ মানতে অস্বীকার করেন সাধারণ মানুষ। অভিযোগ ঠিক তারপরেই একদল দুষ্কৃতি মণ্ডপ ভাঙচুর করে এবং স্থানীয়দের মারধোর করে। এরপর সেখানে আশেপাশের গ্রামের জনসাধারণ হাজির হন। তাদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে পালিয়ে যায় দুষ্কৃতিরা। আমাদের হাতে এসে পৌঁছেছে একটি ভিডিও। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই এখনও পর্যন্ত করা সম্ভব হয় নি।

 

কভার চিত্র – প্রতীকী, চিত্র ঋণ – স্বরূপ মণ্ডল

About the author

admin

Add Comment

Click here to post a comment

Promotion