EXCLUSIVE NEWS

BREAKING – হাওড়ায় ঘুড়ির ধারালো সুতোয় ডানা আটকে এখনও ছটফট করছে চিল!

 

কলকাতার এক বোটানিক্যাল সার্ভের হার্বেরিয়ামে ঘুড়ির সুতোয় ডানা আটকে ছটফট করছে একটি চিল। ঘটনাটি হাওড়ার দানেশ শেখ লেনের। বিরাট আকারের চিলটি তালগাছে লেগে থাকা ধারালো ঘুড়ির সুতোয় আটকা পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত পাখিটিকে উদ্ধার করতে কেউ এগিয়ে আসে নি। জায়গাটি বোটানিক্যাল গার্ডেন থানার আওতায় পড়ে।

 

হার্বেরিয়ামের ঠিক উল্টোদিকের আবাসনের বাসিন্দা সুচেতা ব্যানার্জী ছবি তুলে সোশ্যাল মাধ্যমে সবার দৃষ্টি আকর্ষণ করেন। তার অভিযোগ তিনি হাওড়ার রেঞ্জ অফিসারকে ফোন করেছিলেন। রেঞ্জ অফিসার জানিয়ে দেন এই মুহূর্তে তার পক্ষে বিষয়টি দেখা সম্ভব নয়। অন্যদিকে চিড়িয়াখানা বা বন দফতরও ফোন তোলেনি। সুচেতা সকলের কাছে পাখিটিকে বাঁচানোর কাতর আবেদন জানিয়েছেন।

Promotion