EXCLUSIVE NEWS

বরানগর এনআরসি-এনপিআর-ক্যা বিরোধিতায় তুললো স্লোগান

 

এনআরসি, এনপিআর তথা নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে পথ এবার হাঁটল বরানগর। বৃহস্পতিবার বিকেলে মল্লিক কলোনি থেকে ডানলপ পর্যন্ত এই মিছিলের ডাক দেয় বরানগর নাগরিক উদ্যোগ। সমাজের সব স্তরের মানুষ এতে সামিল হন।

খুব অল্প সময়ের প্রস্তুতিতে উদ্যোগটি নেওয়া হলেও মিছিল ছিল স্বতঃস্ফূর্ত। আত্মঘাতী রাজনীতির বিরুদ্ধে বরানগরের মানুষ সোচ্চার ছিলেন। প্রায় দু’শো মানুষ পা মেলান এই মিছিলে। মূল স্লোগান ছিল, “এমন স্বদেশ চাই, যেখানে সবার ঠাঁই।”

 

মিছিলে হাঁটা এক কলেজ ছাত্রী জানান, সব ধর্ম এবং পেশার মানুষ ভাগাভাগির রাজনীতিকে প্রত্যাখ্যান করার ডাক দিয়েছেন। এটি আসলে নয়া নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনেরই অংশ। লক্ষ্য করার বিষয়, মিছিল থেকে গান্ধীর ‘ইনক্লুসিভ ন্যাশনালিজম’-এর পথে স্থির থাকার দাবীও ওঠে। এভাবেই এনআরসি বিরোধিতার তালিকায় নাম লেখালো বরানগর।

 

Promotion