EXCLUSIVE NEWS

বাঁকুড়া স্টেশনে রেলের স্টলে হিন্দি-ইংরেজি থাকলেও নেই বাংলা, জমছে ক্ষোভ!

বাঁকুড়া স্টেশনে ভারতীয় রেলের স্টলে রয়েছে শুধুই হিন্দি আর ইংরেজি। সেখানে ঠাই পায়নি এ রাজ্যের প্রধান ভাষা বাংলা।
প্রসঙ্গত উল্লেখ্য এ রাজ্যে ৮৬% বাঙালি। যার মধ্যে বেশিরভাগ মানুষই বাংলা ছাড়া অন্য কোনও ভাষা জানেন না। একদিকে বাংলার রেলের বরাদ্দ কমানো হচ্ছে কেন্দ্রীয় বাজেটে।  তারপর গোদের ওপর বিষফোঁড়া বাঁকুড়া স্টেশনে ভারতীয় রেলের স্টলে বাংলার অদৃশ্য হয়ে যাওয়া।

ভারতীয় রেলের বাংলার মাটিতে বিভিন্ন জায়গায় বাংলা উঠিয়ে দেওয়ার ইতিমধ্যেই প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ক্ষুব্ধ বাঁকুড়ার স্থানীয় মানুষ। এক নিত্যযাত্রী তপেন দেব ‘এক্সক্লুসিভ অধিরথ’কে জানান, “বাঙালিদের বঞ্চিত করার এই প্রবণতা বেশ পুরোনো। তবে সাম্প্রতিক কালে তা বেশি করে চোখে পড়ছে।” সূত্রের খবর, বেশ কিছু বাঙালি জাতীয়তাবাদী সংগঠন এই ইস্যুতে মাঠে নামছে।

Promotion