EXCLUSIVE NEWS

‘অনুভূতি আনপ্লাগড সিজন ৪’-এর দৌলতে ফের সামনে এল বাংলা মৌলিক গান!

সম্প্রতি আগরপাড়ার এক বহুতল আবাসনের ছাদে অনুষ্ঠিত হয়ে গেল ‘অনুভূতি আনপ্লাগড সিজন ৪’। গত তিন বছর দুর্দান্ত সাফল্যের পর এবারে তারা চতুর্থ বছরে পা রাখল। অনুষ্ঠানের মূল লক্ষ্য নতুন মৌলিক বাংলা গানের প্রচার এবং প্রসার। এই সঙ্গীত-যজ্ঞে হাজির ছিল কলকাতার ও পাশ্ববর্তী অঞ্চলের বেশ কিছু নামী-অনামী শিল্পী তথা বাংলা ব্যান্ড।
নতুন গানের দল যেমন, ‘গল্প নয়’, ‘শ্যাডোওস’, ‘ভালক্যান্স’, ‘ফ্যাগাস’ ছিল। এছাড়াও মঞ্চ মাতাতে ছিল ‘আ ডট ইন দ্য স্কাই’, ‘ক্রসরোডস’, ,’রুদ্র এন্ড ফ্রেন্ডস’, ‘তমজিৎ ট্রায়ো’র মতো নামজাদা গানের দল। ছিলেন ‘আকিব হায়াত’, ‘ঋষভ গুহ’র মতো একক শিল্পীরা। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ঋষভের কথায়, “বাংলা নতুন গানের প্রতি মানুষের আগ্রহ যে বাড়ছে, তাতেই আমরা খুশি। এক মঞ্চ থেকে অন্ততঃ ২৫ টি নতুন গান আমরা দর্শকদের মধ্যে পৌঁছে দিতে পারলাম এটিই সবচেয়ে বড় জয় আমাদের। আগামী সিজনগুলোয় আরও অনেক নতুন শিল্পীদের সবার সামনে নিয়ে আসবো।”

Promotion