EXCLUSIVE NEWS

পাহাড় থেকে সাগর, শুরু হল এনআরসি-বিরোধী যাত্রা

 

শুক্রবার নাগরিকপঞ্জি বিরোধী যুক্ত মঞ্চের এনআরসি বিরোধী যাত্রা শুরু হল কার্শিয়াং থেকে। এই যাত্রা শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগণা, দক্ষিণ চব্বিশ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি ছুঁয়ে আগামী ৯ ডিসেম্বর পৌঁছবে কলকাতায়। বহু সাধারণ মানুষ, সামাজিক এবং গণসংগঠন এই যাত্রায় এনআরসি বিরোধী যুক্তমঞ্চের শরিক।

 

এদিন দুপুরে  কার্শিয়াংয়ের পুন্ডিং খয়রানি গ্রামে একটি সভার মাধ্যমে এই যাত্রা শুরু হয়। সভায় হাজির ছিলেন নাগরিকপঞ্জি বিরোধী যুক্ত মঞ্চের অন্যতম আহ্বায়ক প্রসেনজিৎ বসু ও ইমতিয়াজ আহমেদ মোল্লা। উত্তরবঙ্গ বনজন শ্রমজীবী মঞ্চের পক্ষে ছিলেন সৌমিত্র ঘোষও। সভায় সভাপতিত্ব করেন লাল সিং ভুজেল। গোর্খা হোক বা বাঙালি, আদিবাসী হোক বা সংখ্যালঘু, জাতি-ধর্ম-ভাষা নির্বিশেষে এনআরসি’র বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেওয়া হয়। প্রসেনজিৎ বসু বলেন এই যাত্রা সাধারণ মানুষের, এই যাত্রা এনআরসি রোখার। তাই আসুন এই যাত্রায় অংশ নিন। আপনার এলাকায় এনআরসি’র বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন।

Promotion