নাগরিকপঞ্জি বিরোধী যুক্ত মঞ্চের ডাকে এই মুহূর্তে পাহাড় থেকে সাগর, গোটা বাংলা জুড়ে চলছে এনআরসি বিরোধী যাত্রা। গত শনিবার এই যাত্রা পৌঁছোয় বোলপুর শহরে। বোলপুরের রেল ময়দানে এনআরসি বিরোধী সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন প্রসেনজিৎ বসু এবং অনির্বাণ তলাপাত্র।
বস্তুতঃ নাগরিকপঞ্জি বিরোধী যুক্ত মঞ্চের চার দফা দাবীর কথাই প্রসেনজিৎ বসু তাঁর বক্তব্যে তুলে ধরেন। যেমন আসামে এনআরসি বাতিল করতে হবে এবং ১৯ লাখ মানুষকে মুক্তি দিতে হবে। দেশের অন্য কোথাও এনআরসি করা যাবে না। ক্যাব ২০০৩ এবং তাঁর সংশোধনী বিল পাস করানো যাবে না। সকল ভারতীয় নাগরিকের নাগরিকত্ব সুনিশ্চিত করতে হবে। একই দিনে সন্ধ্যায় বর্ধমানের খণ্ডঘোষের জনসভায় বক্তব্য রাখেন দেবর্ষি আজাদ এবং প্রসেনজিৎ বসু। দেবর্ষির তাঁর কথায় এনআরসির প্রেক্ষিত ব্যাখ্যা করে এর আগামী বিপদ মানুষের কাছে তুলে ধরেন। আজকের এই সময়ে দাঁড়িয়ে কীভাবে যৌথবদ্ধ লড়াই এনআরসি’র বিরুদ্ধে গড়ে তোলা যায় তা নিয়েও তিনি বলেন। রবিবার কাটোয়ার ইঁদারা মোড়ে এনআরসি বিরোধী সভা আয়োজিত হতে চলেছে তাদের তরফে।
Author Profile

Latest entries
EXCLUSIVE NEWS3 days agoকলকাতায় রোজ অকারণে পেটানো হচ্ছে কুকুর, দেখুন সিসিটিভি ফুটেজ!
EXCLUSIVE NEWS5 days agoএনআরসি-এনপিআর-ক্যাবের বিরোধিতায় তিলোত্তমার রাজপথে বিদ্রোহের বসন্ত!
EXCLUSIVE NEWS7 days agoএনআরসি বিরোধিতার তালিকায় নাম লেখালো শ্রীরামপুরও
EXCLUSIVE NEWS1 week agoনাগরিকপঞ্জী বিরোধী যুক্তমঞ্চের যাত্রার অভ্যর্থনায় ‘নো এনআরসি মুভমেন্ট’ হাওড়া জেলায়