নির্বাচন কমিশনের ঘোষিত তথ্য অনুযায়ী দিল্লির বিধানসভা নির্বাচনে ৭০ টির মধ্যে ৫৭ টি আসনে এগিয়ে আম আদমি পার্টি। ভোট গণনা যে ইঙ্গিত দিচ্ছে তাতে মনে করা হচ্ছে দ্বিতীয়বার অরবিন্দ কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী স্রেফ সময়ের অপেক্ষা। এবারের দিল্লির ভোটে উল্লেখযোগ্য বিষয় সকাল থেকেই শাহীনবাগ লাগোয়া ওখলায় পিছিয়ে ছিল আপ। তবে সর্বশেষ ফলাফলে জানা যাচ্ছে আপ প্রার্থী আমানাতুল্লা খান ২১৪ ভোটে এগিয়ে গিয়েছেন। অরবিন্দ কেজরিওয়াল নতুন দিল্লি আসলে ৬৩৯৯ ভোটে এগিয়ে রয়েছেন। আপের অন্যতম মুখ মনীষ শিশোদিয়া বিজেপি প্রার্থীর থেকে পিছিয়ে।
গতবারে মাত্র ৩ টি আসনেই জিতেছিল বিজেপি। সেই জায়গায় দাঁড়িয়ে এবারে ১৩ টি আসনে এগিয়ে থাকাকেই নৈতিক জয় হিসেবে দেখছে গেরুয়া শিবির। যদিও কংগ্রেস একটি আসনেও এগিয়ে নেই। ভোট শতাংশের বিচারেও বেড়েছে বিজেপির ভোট। এবারে তারা এখনও পর্যন্ত ৩৮.৮% ভোট পেয়েছে, যেখানে আপ পেয়েছে ৫৩.৫% ভোট। অন্ততঃ ৭ টি আসনে চলছে পদ্ম-ঝাঁটার জোর টক্কর। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন অন্ততঃ ৪৫ শতাংশের বেশি ভোট না পেলে বিজেপির বিন্দুমাত্র ঘুরে দাঁড়ানোর আশা নেই। এক কথায় বলা যেতেই পারে বিপুল সংখ্যাগরিষ্ঠতা হাতে নিয়ে জয়ের পথে আম আদমি পার্টি।
Picture Courtesy – Official Twitter Handle of AAP
Author Profile

Latest entries
EXCLUSIVE NEWS2020.10.20মানুষের থেকেও বেশি বিশ্বাসযোগ্য ওরা! ২৫টি কুকুর এবং ৯টি বেড়াল নিয়ে ভরা সংসার যুবতীর!
EXCLUSIVE NEWS2020.06.09ফুটবল স্টেডিয়ামে ৫ মিটারের সামাজিক দূরত্ব মেনেই হল চাকরির পরীক্ষা
EXCLUSIVE NEWS2020.05.25ঈদে চূড়ান্ত সম্প্রীতির নজির ফেসবুক পোস্টে, শুভেচ্ছা বার্তায় আপ্লুত নেট-দুনিয়া
EXCLUSIVE NEWS2020.04.19লকডাউনেও রেশন ডিলারের চুরি, পুলিশের সক্রিয় ভূমিকায় ধরা পড়লো অভিযুক্ত!