চিত্রঋণ – দ্য টেলিগ্রাফ
রাশিয়া – ৫ সৌদি আরব – ০
বিশ্বমঞ্চের উঠোনে নিরীহ সৌদি আরবের প্রতিরোধ পেরিয়ে একেবারেই সঠিক ঠিকানায় পৌঁছল রাশিয়ার প্রথম চিঠি। খেলার ১২ মিনিটেই রুশদের গোল বৃষ্টির সূচনা করেন ইউরি গ্যাজিনস্কি। প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে দ্বিতীয় গোল করে রাশিয়াকে আরও এগিয়ে দেন ডেনিশ চেরিশেভ।
ম্যাচের দ্বিতীয়ার্ধে সৌদি আরব আপ্রাণ চেষ্টা করলেও কাজের কাজটি তাঁরা করতে ব্যর্থ হন। বরং আর্তেম দোজুবা তৃতীয় গোল করেন। অতিরিক্ত সময়ে সৌদির কবরে পরপর দুটি পেরেক গাঁথেন ডেনিশ চেরিশেভ এবং আলেকজান্ডার গলোভিন। এই ভাবে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ৭৮ হাজার দর্শককে সাক্ষী রেখে উদ্বোধনী ম্যাচে নিজেদের নাম খোদাই করলো লেভ ইয়াসিনের উত্তরসূরীরা।
Author Profile

Latest entries
EXCLUSIVE NEWS2020.10.20মানুষের থেকেও বেশি বিশ্বাসযোগ্য ওরা! ২৫টি কুকুর এবং ৯টি বেড়াল নিয়ে ভরা সংসার যুবতীর!
EXCLUSIVE NEWS2020.06.09ফুটবল স্টেডিয়ামে ৫ মিটারের সামাজিক দূরত্ব মেনেই হল চাকরির পরীক্ষা
EXCLUSIVE NEWS2020.05.25ঈদে চূড়ান্ত সম্প্রীতির নজির ফেসবুক পোস্টে, শুভেচ্ছা বার্তায় আপ্লুত নেট-দুনিয়া
EXCLUSIVE NEWS2020.04.19লকডাউনেও রেশন ডিলারের চুরি, পুলিশের সক্রিয় ভূমিকায় ধরা পড়লো অভিযুক্ত!