চিত্রঋণ – The Indian Express
দর্শক ঠাসা নভোগর্দ স্টেডিয়ামে শুরু থেকেই জমজমাট লড়াইয়ে মাতে আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া। খেলার ৬ মিনিটেই আর্জেন্টিনার রক্ষণ কাঁপিয়ে দেন ক্রোয়েশিয়ার ইভান পেরিসিচ। নীল-সাদা দলের গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে দুর্গ সামলান। এর জবাবে মেসির পাস কাজে লাগিয়ে মেজার শট প্রতিহত করেন ক্রোট ডিফেন্ডার লভরেন। ৩০ মিনিটের মাথায় দিনের সহজতম মিসটি করেন আলবিসেলেস্তের এনজো পেরেজ। ফাঁকা গোল পেয়েও তেকাঠির মধ্যে বল রাখতে ব্যর্থ হন। এদিকে ক্রোয়েশিয়ার মান্দজুকিচও বিপক্ষ গোলের সামনে হেড করার সময় মাথায় ও বলে সংযোগ করতে ব্যর্থ হন। এভাবেই বল দখলে খানিক প্রাধান্য রেখেই প্রথমার্ধ শেষ হল। অবশেষে ৫৩ মিনিটের মাথায় ঘটলো বিপর্যয়। বল ক্লিয়ার করতে গিয়ে আর্জেন্টিনীয় গোলরক্ষক সাবালেরা বিপক্ষের রেবিচের দিকে মেরে বসেন। পড়ে পাওয়া চোদ্দ আনার মতোই দুর্দান্ত ভলিতে গোল করতে ভুলচুক করেন নি ক্রোট ফরোয়ার্ড রেবিচ। ৬৪ মিনিটে সোনার সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন মেসি। এই সময় মেসি বাহিনী মুহুর্মুহু আক্রমণে যাওয়ার চেষ্টা করলে সমানে পাল্লা দিয়ে প্রতি-আক্রমণে যায় ক্রোট শিবিরও। মান্দজুকিচ, রাকিতিচরা আর্জেন্টিনার ওপর চাপ জিইয়ে রাখেন। কিন্তু দিনটি আসলে ছিল ক্রোয়েশিয়ারই। ৮০ মিনিটে রিয়্যাল মাদ্রিদের তারকা লুকা মদ্রিচের গোল গ্যালারির নীল-সাদা সমর্থকদের চোখে জল এনে দিল। এরপর রাকিতিচ ৯১ মিনিটে গোল করে শেষ পেরেক গেঁথে দিলেন আলবিসেলেস্তের কফিনে। আর এভাবেই হয়তো আর্জেন্টিনার ঘরে ফেরার গানের মুখরা এখানেই শুরু হয়ে গেল ।
Author Profile

Latest entries
EXCLUSIVE NEWS2020.10.20মানুষের থেকেও বেশি বিশ্বাসযোগ্য ওরা! ২৫টি কুকুর এবং ৯টি বেড়াল নিয়ে ভরা সংসার যুবতীর!
EXCLUSIVE NEWS2020.06.09ফুটবল স্টেডিয়ামে ৫ মিটারের সামাজিক দূরত্ব মেনেই হল চাকরির পরীক্ষা
EXCLUSIVE NEWS2020.05.25ঈদে চূড়ান্ত সম্প্রীতির নজির ফেসবুক পোস্টে, শুভেচ্ছা বার্তায় আপ্লুত নেট-দুনিয়া
EXCLUSIVE NEWS2020.04.19লকডাউনেও রেশন ডিলারের চুরি, পুলিশের সক্রিয় ভূমিকায় ধরা পড়লো অভিযুক্ত!