কাটাকুটি

রিলিজ করলো ‘দিন রাত্রির গল্প’ সিনেমার গান, কী বলছেন বাংলার উচ্ছ্বসিত শিল্পীমহল?

 

ইতিমধ্যেই ‘দিন রাত্রির গল্প’ ছবিটির ট্রেলার নজর কেড়েছে আট থেকে আশি অনেকেরই। তারই মধ্যে শনিবার হয়ে গেল সিনেমার মিউজিক রিলিজ। বাংলা গানের পরিচিত মুখ সোমলতার কণ্ঠে গাওয়া সেই গান বেশ খানিকটাই বুনছে গল্পের আবহ। বাংলায় তৈরি হওয়া প্রথম ‘স্পেস ফিকশনটিতে রয়েছে এই একটি মাত্র গানই। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি।

মুক্তির অপেক্ষায় প্রহর গোনা এই ছবিটি বাংলার চলচ্চিত্র জগতে হতে চলেছে এক অন্যতম মেইল ফলক, তা বোধহয় বলার অপেক্ষা রাখেনা। আসুন দেখা যাক এই ছবি নিয়ে কী বলছেন কবীর সুমন।

বাংলার অভিনয় জগতের অন্যতম স্তম্ভ কৌশিক সেনও রয়েছেন ‘দিন রাত্রির গল্প’ মুক্তির অপেক্ষায়। তিনি কী বলছেন, দেখে নেওয়া যাক ভিডিওতে।

 

এফএমের দুনিয়ে আরজে মানালীর নাম শোনেন নি এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। খুব সহজে কোনও কিছু তাঁর নোটবুকে নাম লেখায় না। এ হেন আরজে মানালীও সিনেমাটির মুক্তি নিয়ে তাঁর আবেগকে চেপে রাখতে পারলেন না। শুনে নিন তিনি কী বললেন?

 

Promotion